বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ১১:৫৭:৫৬

বিপিএলে দিলশানকে নিয়ে বিপাকে বিসিবি

বিপিএলে দিলশানকে নিয়ে বিপাকে বিসিবি

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কান মারকুটে ব্যাটসম্যান দিলশানকে নিয়ে আসন্ন বিপিএলের তৃতীয় আসরে শুরু হয়েছে টানাটানি। তাকে দলে পেতে দাবিদার বিপিএলের দুই দল। চিটাগাং ভাইকিংস দাবি করছে দিলশান তাদের আবার রংপুর রাইডার্স দাবি করছে দিলশান তাদের সঙ্গে অনেক আগেই চুক্তি করেছেন। আজ সকালেই অভিজাত এক হোটেলে 'প্লেয়ার্স বাই চয়েস' নামের লটারিভিত্তিক খেলোয়াড় বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তৃতীয় আসরের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। অথচ আগের দিন রাতেও রফা হয়নি যে তিলকরত্নে দিলশান আসলে কার! খেলোয়াড় নিয়ে মাতামাতি বিপিএলে এই প্রথম। এর দুই আসরে অন্য সমস্যা থাকলেও তৃতীয় আসরে এসে বিষয়টি ভালোই উপলব্দি করছে বোর্ড। তবে অবশ্য বিতর্ক পেছনে ফেলে নতুনভাবে সব ঢেলে সাজানোর জন্য মাঝখানে একটি বছর বিপিএলই আয়োজন করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিরতি নিয়ে আয়োজিত হতে যাওয়া আসরটি তাই কতটা বিতর্কমুক্ত থাকবে, সেই কৌতূহলই থাকছে সবচেয়ে বেশি। এই টুর্নামেন্টে দিলশান কোন দলের হয়ে খেলবেন, তার ফয়সালা হওয়ার কথা আজ সকালে 'প্লেয়ার্স বাই চয়েস' অনুষ্ঠানের আগেই। রংপুরের ম্যানেজার তানজীব আহসান ও চট্টগ্রামের ওয়াসিম খান, দুজনই দাবি করছেন তাঁদের কাছে দিলশানের সই করা চুক্তিপত্র আছে। এটি নিয়ে বিরোধ থাকলেও টানাপড়েন নেই মাত্রই নিষেধাজ্ঞা শেষ করে ক্রিকেটে ফেরা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমেরকে নিয়ে। তিনি খেলবেন চিটাগাং ভাইকিংসের হয়ে। ২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে