বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ১২:১৬:২৬

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোকে সর্তক করলেন পাপন

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোকে সর্তক করলেন পাপন

স্পোর্টস ডেস্ক: আগামী ২২ নভেম্বর পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলের) তৃতীয় আসরের। আর বিপিএলের তৃতীয় আসরে দেশী-বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে ফ্রাঞ্চাইজিগুলোকে সতর্ক করে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসনে বিপিএল প্লেয়ার্স ড্রাফট-২০১৫ এর উদ্বোধনী বক্তব্য প্রধান কালে বিসিবি সভাপতি পাপন এসব কথা বলেন। বক্তব্যে পাপন বলেন, ‘আসরে অংশগ্রহনকারী খেলোয়াড়দের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে না রেখে সব দলের খেলোয়াড়দের একই জায়গায় রাখলে দেখাশুনার বিষয়টি আরও সহজ হবে। বিসিবিও এক্ষেত্রে সাহায্য করতে পারবে।’ সম্প্রতি নিরাপত্তা নিয়ে যে অনিশ্চয়তা যে শোরগোল চলছে তারই প্রেক্ষিতে বিসিবি সভাপতি এভাবেই সবাইকে সতর্ক করলেন। এই লিগ খেলার জন্য বহু সংখ্যক বিদেশি খেলোয়াড় ঢাকায় জড়ো হবেন। এছাড়া পাপন ফ্র্যাঞ্জইজিংগুলো স্বরণ করে দেন এই আসর ভালোভাবে সম্পন্ন করতে পারলে বিদেশে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ২২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে