বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০১:০৩:৩৮

যে দলের হয়ে প্রতিপক্ষ শিবিরে তাণ্ডব চালাবেন তাসকিন-মেন্ডিস

যে দলের হয়ে প্রতিপক্ষ শিবিরে তাণ্ডব চালাবেন তাসকিন-মেন্ডিস

স্পোর্টস ডেস্ক: রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘প্লেয়ার বাই চয়েস’ –এর পর্দা উঠলো বৃহস্পতিবার। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান।ছয়টি ফ্র্যাঞ্চাজিই লটারির ভিত্তিতে প্রথম তিন রাউন্ড শেষে দলে নিতে পেরেছে তিন জন করে খেলোয়াড়কে। এর অর্থ দাঁড়াচ্ছে প্রতি মোট ৩২ জন দেশি খেলোয়াড় বিপিএলে দল পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএলের) তৃতীয় আসরের জন্য লটারির প্রথম পর্যায়ে চিটাগাং ভাংকিংস তাসকিন আহমেদ ও শ্রীলঙ্কান বোলার জীবন মেন্ডিসকে দলে ভিড়েয়েছেন। বলাই বাহুল্য যে এ দুই বোলার প্রতিপক্ষ শিবিরে দানবের ন্যায় বোলিং তান্ডব চালিয়ে ধ্বংস করে দিতে পারেন প্রতিপক্ষ দলকে। প্রসঙ্গত, বাংলাদেশি স্পিডমাস্টার তাসকিন আহমেদ এই মুহূর্তে ইনজুরির কারণে জাতীয় দলের বাহিরে অবস্থান করছেন। তবে তিনি আশাবাদী আসন্ন বিপিএলের আগে তিনি নিজেকে অনেকখানি ফিট করে নিবেন। ২২ অক্টোবর.২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে