বিপিএলে পাপন কোন দলকে সমর্থন করবেন?
স্পোর্টস ডেস্ক: রাজধানীর হোটেল রেডিসনের বলরুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ‘প্লেয়ার বাই চয়েস’ –এর পর্দা উঠলো বৃহস্পতিবার। সকাল সাড়ে দশটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয় খেলোয়াড় নিলামের মূল পর্ব।
ব্যাপক টানটান উত্তেজনার মধ্যদিয়ে চলছে দেশ-বিদেশি খেলোয়াড়দের নিলাম। খেলোয়াড়দের দলে বেড়াতে মরিয়া ফ্র্যাঞ্জাজিই গুলো। একে অপরের সঙ্গে টেক্কা দিয়ে দলে খেলোয়াড় ভিড়াচ্ছেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে দুপুর একটার দিকে উপস্থাপক অনেকটা মজার ছলে বলে উঠলেন পাপন ভাই আপনি এবার বিপিএলে কোন দলকে সর্মথন করেন? প্রশ্ন শুনে নাজমুল হাসান পাপন হেসে উত্তরে বলেন, ‘বিসিবির যদি আলাদা একটা দল থাকতো তাহলে হয়তো আমি সে দলকে সর্মথন করতাম।’ পরোক্ষণে আবার বলেন, ‘আমি আসলে ঢাকা,কুমিল্লা,বরিশাল,চট্টগ্রাম, সিলিট ও রংপুর সব দলকে সমভাবে সমর্থন করি।’
আরেক প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সভাপতি বলেন, ‘মাশরাফিকে দেশের সেরা বোলার হিসেবে আমি মনে করি।’
২২ অক্টোবর.২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর