বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০২:৪৯:৪৪

‘বিপিএলে সাকিব একটু স্পেশাল’

‘বিপিএলে সাকিব একটু স্পেশাল’

স্পোর্টস ডেস্ক: ঝমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) তৃতীয় আসরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া। বিপিএলের এই নিলাম অনুষ্ঠান সিরিয়াস মুডেও চলছে নানা হাসি তামাশার ঘটনা। অনুষ্ঠানের সঞ্চালকের চমকপদ্য উপস্থাপনার মাধ্যমে চলছে নিলাম অনুষ্ঠান। টান টান উত্তেজনা আর সিরিয়াস মুডের মধ্যেও যে কিছু ঘটনা হাসি তামাশর খোরাক হয় তা দেখা গেল এই অনুষ্ঠানে। এই যে সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও পাইলটের মধ্যকার খুনসুটি। নিলামের ততক্ষণে বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেছে। দেশি ক্রিকেটারদের তৃতীয় রাউন্ড শুরুর আগে তিন মিনিটের বিরতিতে সঞ্চালক বিসিবি প্রধানের কাছে মজার সব প্রশ্ন করা শুরু করলেন। এবার বিপিএলে আইকন প্লেয়ার নিলে আপনি কাকে পছন্দ করতেন। যেকোন একজনের নাম বলতে হবে। এবারে একটু ব্যাখা করেই জবাবটা দিলেন বিসিবি সভাপতি। বললেন, ‘আইকন ক্রিকেটারদের সবাই অনেক ভালো। কেউ যদি ব্যাটসম্যান চান, তাহলে তামিম ও মুশফিক রয়েছে। আবার কেউ যদি অলরাউন্ডার চান তাহলে নাসির, রিয়াদ।’ সবাই খেয়াল করেছে, জাতীয় দলের সুপারস্টার সাকিবকে এড়িয়ে গেছেন পাপন। জবাব সভাপতির, ‘সাকিব একটু উপরে...একটু স্পেশাল। তবে নড়াইল এক্সপ্রেস মাশরাফির গুণগান গাইতেও ভুলেননি বিসিবির এই সভাপতি। বলেন, ‘ কোন দল যদি একটা ভালো অধিনায়ক, ভালো নেতৃত্ব চান সঙ্গে ফাস্ট বোলার...তাহলে অবশ্যই মাশরাফি বিন মুর্তজা।’ ২২ অক্টোবর.২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে