বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৭:৩০:৪৮

বিপিএলে চট্টগ্রামের পক্ষে দুই জোড়া ভাইসহ যারা খেলবেন

বিপিএলে চট্টগ্রামের পক্ষে দুই জোড়া ভাইসহ যারা খেলবেন

স্পোর্টস ডেস্ক: বহুল প্রতীক্ষত বিপিএল আবারও শুরু হতে যাচ্ছে। সব ঠিক থাকলে আগামী ২২ নভেম্বর মাঠে গড়াবে ক্রিকেটের শর্ট ফর্মেটের পৃথবীর অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্ড। এরই মধ্যে বৃহস্পতিবার হোটেল রেডিসনে সম্পন্ন হয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর পছন্দের খেলোয়াড়দের কেনা-বেচা। মোট ছয়টি দল এ আসরের প্রতিদ্বন্দ্বিতা করবে। এবারের আসরে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবে চট্টগ্রাম ভাইকিংস। এবারের আসরে চট্টগ্রাম ভাইকিংসের আইকন হিসেবে থাকছেন চট্টগ্রামের ছেলে জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিম ইকবাল খান। আজকের (বৃহস্পতিবার) নিলামে তারা কিনে নিয়েছে খান পরিবারের আরেক সন্তান তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ওপেনার নাফিজ ইকবাল খানকেও। এছাড়াও ভাইকিংসে যে আরো এক জোড়া ভাইয়ের সন্ধান পাওয়া গেছে। এবারের আসরে চট্টগ্রামের হয়ে ঝড় তুলবেন পাকিস্তানি আকমলরা। টি-২০ ক্রিকেটের আরেক বিজ্ঞাপন আকমল ভ্রাতৃদ্বয়। বড় ভাই কামরান ও মেঝো ভাই ওমর আকমলকেও দলে ভিড়িয়েছে চট্টগ্রাম ভাইকিংস ফ্রাঞ্জাইজি। এখনও পর্যন্ত চট্টগ্রাম ভাইকিংসের হয়ে এ বিপিএলের তৃতীয় আসরে খেলা নিশ্চিত করা ক্রিকেটার হলেন- তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, ইলিয়াস সানী, নাঈম ইসলাম, ইয়াসিন আলি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আমের(পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), ওমর আকমল (পাকিস্তান) , চামারা কাপুদেগারা (শ্রীলঙ্কা), এলটন চিগম্বুরা (জিম্বাবুয়ে), জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে