বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৭:৪৯:১৭

বিপিএল লটারিতে সাকিবকে নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি

বিপিএল লটারিতে সাকিবকে নিয়ে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি

স্পোর্টস ডেস্ক: সবঠিক থাকলে আগামী ২২ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর তৃতীয় আসর মাঠে গড়াবে। আজ হয়ে গলে খেলোয়াড়দের চূড়ান্ত নিলাম। আইকন ক্রিকেটার হিসেবে এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠ কাঁপাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সে কারণে দলটি তাকে ঘিরেই শিরোপা জয়ের স্বপ্ন দেখছে। বিপিএলের তৃতীয় আসরে সাকিবকে দলে টানতে চেয়েছিল ডাকা ডাইনামাইটস। এমন গুঞ্জনই ছিল ক্রিকেট অঙ্গনে। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের প্রতিদ্বন্দ্বী ঢাকা ডাইনামাইটসের কর্নধার সায়েন এফ রহমান দেশি আইকন ক্রিকেটারদের লটারিতে প্রথম নামটি তুলেছে রংপুরের। ফলে রংপুর রাইডার্সের কর্নধার মোস্তাফা রফিকুল ইসলামের জন্য কাজটি অনেক সহজ হয়ে যায়। তারপরও কৌতুহলী ক্রিকেট প্রেমীরা । কারণ প্লেয়ার্স বাই চয়েজে রংপুরের কর্নধার কার নাম ঘোষণা করবে এ শঙ্কা ছিল অনেকেরই। তবে শেষ পর্যন্ত মুশফিক ও মাশরাফির পরিবর্তে সাকিবকেই দলে ভেড়ান মোস্তফা রফিকুল ইসলাম। পরে বিপিএলের লটারি পর্ব শেষে দারুণ স্বস্তি ঝরেছে রংপুর রাইডার্সের মালিকের কন্ঠে,‘সাকিবের মতো খেলোয়াড়কে পেয়ে আমরা অত্যন্ত খুশি। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে টানতে চেষ্টা করেছিল অন্যরাও। তবে আমরাই সফল। এবার আমরা সাকিব ছাড়াও বেশ ভালো কিছু দেশি এবং বিদেশি খেলোয়াড় সংগ্রহ করেছি। তাই এবার আমরা শিরোপা লড়াইয়ে থাকব বলে মনে করছি।’ বিপিএলের ক্রিকেটারদের লটারী অনুষ্ঠানে কথা বলছেন রংপুর রাইডার্সের কর্নধার মোস্তফা রফিকুল ইসলাম রংপুরে উল্লেখযোগ্য বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন সাচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবী, ওয়াহাব রিয়াজ, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ), তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা) ও থিসারা পেরেরা। দেশি ক্রিকেটার হিসেবে এই দলে যোগ দেবেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, মুক্তার আলি, জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খানরা। এদিকে শ্রীলংকার তিলকারত্নে দিলশানকে নিয়ে দুই দল রংপুর রাইডার্স ও চিটাগাং ভাইকিংস তাদের বলে দাবি করছে। এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের মালিক বলেন, ‘আমরা দিলশানকে বেশ কিছুদিন আগেই কনফার্ম করেছি। এমনকি সে আমাদের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করেছে। অন্য কোনো দল কি করেছে তা আমাদের জানার কথা নয়। তবে এখন দিলশানের খেলার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা করছি।’ সবমিলিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেদের দলে সাকিবকে পেতে আজকের এই লটারিতে দলগুলোর মাঝে যেমন রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঠিক তেমনই এই রুদ্ধাশ্বাস পরিস্থিতিটা কিছুটা নাটকীয় অবস্থারও সৃষ্টি করে বটে। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে