বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫, ০৮:৫২:৩৭

মেজবাহর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান

মেজবাহর সেঞ্চুরিতে শক্ত অবস্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: সফররত ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন শেষে মেজবাহ উল হকের অনবদ্য সেঞ্চুরিতে শক্ত মোটামুটি অবস্থানে রয়েছে পাকিস্তান। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ট্রসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষ পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৮২ রান। দিন শেষে ক্রিজে আছেন অধিনায়ক মেসবাহ উল হক (১০২) এবং আসাদ শফিক (৪৬)। এর আগে মোহাম্মদ হাফিজ ও শান মাসুদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান শুরু থেকেই দেখে শোনে খেলতে থাকেন। তবে দলীয় ৫১ রানের মাথায় মোহাম্মদ হাফিজের উইকেট নিয়ে এই জুটিকে বিছিন্ন করেন মঈন আলি। হাফিজ আউট হন ব্যক্তিগত ১৯ রান করে। এরপর গত টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান শোয়েব মালিকও ক্রিজে বেশিক্ষন স্থায়ী হতে পারেন নি। এই দিন দলীয় ৫৮ রানের মাথায় ব্যক্তিগত মাত্র ২ রান করে আউট হন মালিক। তৃতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ ইউনুস খান ওপেনার মাসুদের সঙ্গে কিছুটা চাপ সামলে দলকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তবে দলীয় ৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৫৪ রান করে ওপেনার মাসুদ সাজঘরে ফিরেন। এরপর ইউনুসের সঙ্গে দলের হাল ধরেন মেজবাহ। চতুর্থ উইকেটের এই জুটি ১৭৭ রান পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল। দলীয় ১৭৮ রানের মাথায় ইউনুস খান ব্যক্তিগত ৫৬ রান করে আউট হন। এরপর অধিনায়ক মেজবাহ ৫ম উইকেট জুটিতে আসাদ শফিকের সঙ্গে জুটি বেধে তুলে নেন ক্যারিয়ারের ৮ম সেঞ্চুরি। দিন শেষে মেজবাহ ১০২ রানে এবং আসাদ শফিক ৪৬ রানে অপরজিত আছেন। ইংল্যান্ডের পক্ষে এন্ডারসন, মঈন আলি, মার্ক উড এবং বিন স্টোকস প্রত্যেকে ১টি করে উইকেট লাভ করেন। প্রসঙ্গত, এই দুই দলের মধ্যকার চলতি সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়। ২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে