ওয়ারিকানের আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার প্রথম ইনিংস
স্পোর্টস ডেস্ক: গলে সোবার্স-টিসোরো সিরিজের প্রথম টেস্টে সফররত ওয়েস্ট ইন্ডিজ দলের বোলার জোমেল ওয়ারিকানের স্পিন যাদুতে বড় সংগ্রহ পায়নি স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম দিনেই তারা ২০০ রানে অলআউট হয়ে রীতিমত এখন দারুণ চাপে রয়েছে। আলোর স্বল্পতায় প্রথম দিনের খেলা বন্ধ হওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১৭। ক্রিজে আছেন ক্যারিজ বার্থউইট (৪) এবং দেবেন্দ্র বিশু (৫)।
এদিন টস জিতে শুরুতেই ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লংকান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে টপ অর্ডারের ব্যাটসম্যানেরা তার সিদ্ধান্তকে ফলপ্রসূ করতে পারেননি। স্কোরবোর্ডে ১ রান উঠতেই লংকানরা হারিয়ে ফেলে ওপেনার কুশল সিলভাকে (০)।
এরপর কোথায় লংকানরা ঘুরে দাঁড়াবে উল্টো ৩৪ রানে তাদের পর পর দুই উইকেট হারাতে হয়। জেসন হোল্ডারের বলে এলবিডব্লুর ফাঁদে পা দেন দিমুথ করুনারতেœ (১৩)। কেমার রোচ ফেরান কুশল মেন্ডিসকে (১৩)। ভালো শুরু করেও নিজেদের ইনিংসকে লম্বা করতে পারেননি দিনেশ চন্ডিমাল (২৫) এবং ম্যাথিউজ (১৪)।
মিডল অর্ডারে মিলিন্দা শ্রীবর্ধনে দাঁড়িয়ে না গেলে লংকানদের ইনিংস ২০০ এর আগেই গুটিয়ে যেত। শ্রীবর্ধনে ৬৮ রান করেছেন ১১১ বলে ছয় চার আর দুই ছক্কায়। শেষের দিকে রঙ্গনা হেরাথের অপরাজিত ২৬ রানের ইনিংস ৬৬ ওভারে অলআউট হওয়ার আগে শ্রীলংকাকে ২০০ রানের পুঁজি এনে দেয়।
লংকানদের এই বিপর্যয়ে নেতৃত্ব দেন ২৩ বছর বয়সী বাহাতি স্পিনার জোমেল ওয়ারিকেন। অভিষেকেই এই স্পিনার ৬৭ রানে তুলে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া হোল্ডার ২২ এবং জেরমে টেলর ৫০ রানে পেয়েছেন ২টি করে উইকেট।
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ
�