জেনে নিন, বিপিএলের উদ্বোধনী ম্যাচসহ কোন দল কবে মাঠে নামছে
স্পোর্টস ডেস্ক: সবকিছু যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর উদ্বোধনী খেলা নভেম্বরের ২২ তারিখে মাঠে গড়াবে। এবারের বিপিএলের প্রস্তাবিত ম্যাচসূচী অনুযায়ি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস। এই দুই ফ্রাঞ্চাইজির দুই দেশি আইকন ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তার মানে ধরে নেওয়া যায় বিপিএলের শুরুটাই হচ্ছে দুই বন্ধুর লড়াই দিয়ে! একই দিনে পরের ম্যাচে সন্ধ্যায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স লড়বে ঢাকা ডিনামাইটসের বিপক্ষে।
২২ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত ঢাকায় চলবে টুর্নামেন্টের প্রথম অংশের খেলা। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামে হবে বিপিএলের সাতটি ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে আবার ঢাকায় ফিরবে বিপিএলের খেলা। ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
প্রস্তাবিত সূচি:
****প্রথম পর্ব, মিরপুর
**২২ নভেম্বরঃ
রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস-দুপুর ২টা,
ঢাকা ডিনামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সন্ধ্যা পৌনে ৭টা,
**২৩ নভেম্বরঃ
সিলেট সুপার স্টারস-চিটাগং ভাইকিংস-দুপুর ২টা,
রংপুর রাইডার্স-বরিশাল বুলস-সন্ধ্যা পৌনে ৭টা,
**২৪ নভেম্বরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগং ভাইকিংস-দুপুর ২টা,
সিলেট সুপার স্টারস-বরিশাল বুলস-সন্ধ্যা পৌনে ৭টা,
**২৫ নভেম্বরঃ
রংপুর রাইডার্স-ঢাকা ডিনামাইটস-দুপুর ২টা,
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস-সন্ধ্যা পৌনে ৭টা,
**২৬ নভেম্বর:
সিলেট সুপার স্টারস-রংপুর রাইডার্স-দুপুর ২টা,
চিটাগং ভাইকিংস-ঢাকা ডিনামাইটস-সন্ধ্যা পৌনে ৭টা,
**২৭ নভেম্বরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স-দুপুর ২টা,
সিলেট সুপার স্টারস-ঢাকা ডিনামাইটস-সন্ধ্যা পৌনে ৭টা,
****দ্বিতীয় পর্ব, চট্টগ্রাম
৩০ নভেম্বরঃ
বরিশাল বুলস-চিটাগং ভাইকিংস-দুপুর ২টা,
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টারস-সন্ধ্যা পৌনে ৭টা,
**১ ডিসেম্বরঃ
রংপুর রাইডার্স-চিটাগং ভাইকিংস-দুপুর ২টা,
বরিশাল বুলস-ঢাকা ডিনামাইটস-সন্ধ্যা পৌনে ৭টা,
**২ ডিসেম্বরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডিনামাইটস-দুপুর ২টা,
সিলেট সুপার স্টারস-চিটাগং ভাইকিংস-সন্ধ্যা পৌনে ৭টা,
**৩ ডিসেম্বরঃ রংপুর রাইডার্স-বরিশাল বুলস-দুপুর ২টা,
****তৃতীয় পর্ব, মিরপুর:
**৬ ডিসেম্বর সিলেট সুপার স্টারস-বরিশাল বুলস-দুপুর ২টা,
রংপুর রাইডার্স-ঢাকা ডিনামাইটস-সন্ধ্যা পৌনে ৭টা,
**৭ ডিসেম্বরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-বরিশাল বুলস-দুপুর ২টা,
সিলেট সুপার স্টারস-রংপুর রাইডার্স-সন্ধ্যা পৌনে ৭টা,
**৮ ডিসেম্বরঃ
চিটাগং ভাইকিংস-ঢাকা ডিনামাইটস-দুপুর ২টা,
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স-সন্ধ্যা পৌনে ৭টা,
**৯ ডিসেম্বরঃ
সিলেট সুপার স্টারস-ঢাকা ডিনামাইটস-দুপুর ২টা,
বরিশাল বুলস-চিটাগং ভাইকিংস-সন্ধ্যা পৌনে ৭টা,
**০ ডিসেম্বরঃ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সুপার স্টারস দুপুর ২টা,
বরিশাল বুলস-ঢাকা ডিনামাইটস-সন্ধ্যা পৌনে ৭টা
**১২ ডিসেম্বরঃ
কোয়ালিফায়ার (শীর্ষ দুই দল)-দুপুর ২টা,
এলিমিনেটর (তৃতীয় ও চতুর্থ দল)-সন্ধ্যা পৌনে ৭টা,
**১৩ ডিসেম্বরঃ কোয়ালিফায়ার পরাজিত-এলিমিনেটর জয়ী সন্ধ্যা পৌনে ৭টা,
**১৫ ডিসেম্বরঃ ফাইনাল সন্ধ্যা পৌনে ৭টা,
২২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ