শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০১:৩২:০১

কোহলির সেঞ্চুরিতে সমতা ফেরাল ভারত

কোহলির সেঞ্চুরিতে সমতা ফেরাল ভারত

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি করে লড়াই চালিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। কিন্তু দলকে জেতাতে পারেননি। সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৫ রানে হারিয়েছে ভারত। তবে শেষ পর্যন্ত জয় হয়েছে বিরাট কোহলির। আর এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-২ সমতায় ফিরেছে টিম ইন্ডিয়া। তবে হারলেও দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ভিলিয়ার্স। বৃহস্পতিবার চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর জন্য জয়ের কোনো বিকল্প ছিল না। অন্যদিকে, সিরিজ নিশ্চিত ছিল প্রোটিয়াদের। তবে শেষ অব্দি ৩৫ রানে ম্যাচ জিতে নিয়ে সেই মিশনে সফল হয়েছে মহেন্দ্র সিং ধোনির দল। আগামী ২৫ অক্টোবর সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। সমতা বিরাজ করায় এই ম্যাচের ওপরই নির্ভর করছে সিরিজের ভাগ্য। এদিন, টস জিতে প্রথমে ব্যাটিং নামে ভারত। দলীয় ৩৫ রানে ২ উইকেট হারালেও শেষ অব্দি নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান সংগ্রহ করেছে ভারত। কোহলি করেছেন সর্বোচ্চ ১৪০ বলে করেন ১৩৮ রান। তার ইনিংসে ছিল ৬ বাউন্ডারি ও ৫ ছক্বা। এ ছাড়া সুরেশ রায়না ৫৩ ও অজিঙ্ক রাহানে ৪৫ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও কাগিসো রাবাদা। জয়ের জন্য ৩০০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে দক্ষিণ আফ্রিকানরা। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও ৪ নম্বরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ভিলিয়ার্স একাই লড়েছেন; আউট হওয়ার আগে ১০৭ বলে ১০ বাউন্ডারি ও ২ ছক্কায় করেছেন ১১২ রান। শেষ অব্দি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলতে সক্ষম হয়েছে অতিথিরা; ভারত জয় পেয়েছে ৩৫ রানে। ২৩ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে