শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ১০:৩৪:২২

আপনার মতে এবার বিপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল, কি কারণে?

আপনার মতে এবার বিপিএলে চ্যাম্পিয়ন হবে কোন দল, কি কারণে?

স্পোর্টস ডেস্ক: অনেক বাধা প্রতিবন্ধকতা আর জলঘোলার পর অবশেষে ২২ নভেম্বর জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ ঘরোয়া প্রিমিয়ার ক্রিকেট লিগ (বিপিএলের) তৃতীয় আসর। আসছে বিপিএলের তৃতীয় আসর উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর হোটেল রেডিসন ব্লু’র বল রুমে প্লেয়ার্স বাই চয়েজ লটারি অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার বাই চয়েজ তথা নিলামে দেশি ক্রিকেটার থেকে শুরু করে ডাক পেয়েছে বিশ্বের বাঘা বাঘা নামিদামি অনেক ক্রিকেটার। সাকিব-মুশফিক কিংবা মাশরাফি-তামিমের সঙ্গে বিদেশি ক্রিকেটার নিয়ে শুরু হতে যাওয়া এই আসরের প্রতিটি দলই নিজেদের অবস্থান থেকে অনেকটা ফেবারিট। এক কথায় উনিশ/বিশ যাকে বলা হয়। বিশেষ করে সাকিব সর্মথকরা এগিয়ে রাখছেন রংপুরকে।মুশফিক সমর্থকরা সিলেটকে । আবার একি কায়দায় মাশরাফি সর্মথকরা এগিয়ে রাখছেন কুমিল্লাকে। সব সমর্থকদের যুক্তিতে তাদের দলই সেরা। কিন্তু তারপরও নিয়ম অনুসারে এক দলের হাতে উঠবে বিপিএল তৃতীয় আসরের চ্যাম্পিয়ন ট্রপি। একজন পাঠক ও ক্রীড়ামোদী হিসেবে এবার প্রশ্ন আপনার কাছে। আপনার মতে এবার বিপিএলের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন ট্রপি যেতে পারে কার ঘরে? উত্তরটা সহজ করে নিতে নিচের প্রতিটি দলের তালিকা দিয়ে দিলাম। যা দেখে যুক্তিসঙ্গত মন্তব্য প্রদানে আপনাকে অনেকটা সাহায্য করবে। ঢাকা ডায়নামাইটস: কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা),মোহাম্মদ ইরফান (পাকিস্তান), সোহেল খান (পাকিস্তান), ইয়াসির শাহ (পাকিস্তান), নাসির জামশেদ (পাকিস্তান), ডেভিড মালান (ইংল্যান্ড), শাহজাইব হাসান (পাকিস্তান), রায়ান টেন ডেসকাট (হল্যান্ড)। এই দলে দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মোস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সৈকত আলী, শামসুর রহমান, নাবিল সামাদ, ফরহাদ রেজা। চিটাগাং ভাইকিংস: বিপিএলের তৃতীয় আসরে খেলা নিশ্চিত করা ক্রিকেটার হলেন-তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, ইয়াসিন আলি, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আমির (পাকিস্তান), কামরান আকমল (পাকিস্তান), উমর আকমল (পাকিস্তান) , চামারা কাপুদেগারা (শ্রীলঙ্কা), এলটন চিগম্বুরা (জিম্বাবুয়ে), জীবন মেন্ডিজ (শ্রীলঙ্কা), সাঈদ আজমল (পাকিস্তান), রবিন পিটারসেন (দক্ষিণ আফ্রিকা)। সিলেট সুপারস্টারস: শহীদ আফ্রিদি (পাকিস্তান), রবি বোপারা (ইংল্যান্ড), ক্রিস জর্ডান (ইংল্যান্ড), অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা), জশুয়া কব (ইংল্যান্ড), সোহেল তানভীর (পাকিস্তান), ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া)। এই দলে দেশি ক্রিকেটারদের মধ্যে আছেন রুবেল হোসেন, মুমিনুল হক, আব্দুর রাজ্জাক, মোহাম্মাদ শহীদসহ আরো অনেকে। কুমিল্লা ভিক্টোরিয়ানস: শোয়েব মালিক (পাকিস্তান), ড্যারেন স্টিভেনস (ইংল্যান্ড), নুয়ান কুলাসেকেরা (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), লাহিরু থিরিমান্নে (শ্রীলঙ্কা), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), আহমেদ শেজাদ (পাকিস্তান), ক্রিস্টোফার সানটোকে (ওয়েস্ট ইন্ডিজ)। এই দলে দেশি ক্রিকেটারদের মধ্যে যারা রয়েছেন তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, শুভাগত হোম চৌধুরী, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান লিমন, ধীমান ঘোষ। বরিশাল বুলস: কেভিন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) সিকুগে প্রসন্ন (শ্রীলঙ্কা), মোহাম্মদ সামি (পাকিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান)। এই দলে দেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), সাব্বির রহমান, আল আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফীস, মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, মোহাম্মদ শরিফউল্লাহ, সাজেদুল ইসলাম। রংপুর রাইডার্স: থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), লিন্ডল সিমন্স ( ওয়েস্ট ইন্ডিজ), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), সচিত্রা সেনানায়েকে (শ্রীলঙ্কা), ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)। দেশি ক্রিকেটার হিসেবে এই দলে যোগ দেবেন সাকিব আল হাসান, সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সাকলাইন সজীব, মুক্তার আলি, জহুরুল ইসলাম অমি, আবু জায়েদ চৌধুরী, মুরাদ খানরা ২৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে