স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডেরসিরিজের আগে বড় সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন ভারতের অধিনায়ক।
বুধবার ( ৭ মে) সামাজিক মাধ্যমে এক পোস্টে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন রোহিত।
সাদা পোশাকের ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজের রান খরায় ভুগছিলেন তিনি। এমনকি সিরিজের শেষ টেস্টের দলে জায়গাও হারান। তাকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন সাবেক তারকারা। অনেকে সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইঙ্গিতও দিয়েছিলেন।
তবে সে সময় এসব গায়ে মাখেননি ভারতীয় অধিনায়ক। আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রাথমিক দলেও ছিলেন তিনি। তবে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, সিরিজের আগে রোহিতকে অধিনায়ক থেকে বরখাস্ত করতে চেয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার কারণে তিনি হুট করে অবসরের ঘোষণা দিয়ে থাকতে পারেন বলে ধারণা।
এদিকে অবসরের ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমে রোহিত লেখেন, ‘আপনাদের সকলকে জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। বছরের পর বছর ধরে আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’
২০১৩ সালে অভিষেকের পর থেকে ভারতের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ খেলেছেন রোহিত। যেখানে ১১৬ ইনিংসে ৪০.৫৭ গড়ে ৪৩০১ রান করেছেন তিনি। এ সংস্করণে ১২ সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আছে ১৮টি ফিফটি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১২ রানের।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ততম ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। তবে ৩৮ বছর বয়সী এ তারকা ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান। তিনি বলেন, ‘আমি ওয়ানডে ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।’