বিপিএলে কোনো দলে ডাক পাননি জাতীয় দলের সেই ১৩ মারকুটে ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের উন্নতিতে নিবেদিত ছিল তাদের মেধা ও মনন। দেশ ও বিদেশের বিভিন্ন স্টেডিয়াম কাঁপিয়ে জয় তুলে এনে হাসি ফুটিয়েছেন বাংলাদেশের মানুষের মুখে। দেশের মাটিতে বিপিএল। কিন্তু জাতীয় দলের হ্যাট্টিকধারী বোলার ও মারকুটে তারকাদের দলে নিল না কেউ! ২০১৫ বিপিএল আসরে বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি।
তারকা না হলেও অনেক বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্ত উপেক্ষিত থেকেছেন বাংলাদেশ টিমের ম্যাচজয়ী তারকা তাইজুল ও আফতাবের মত ক্রিকেটার।
দেখে নিন এই তালিকাটি : অলোক কাপালি, মার্শাল আইয়ুব, রাকিবুল হাসান, ফরহাদ হোসেন, রাজিন সালেহ, তুষার ইমরান, মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ নাজিমউদ্দিন, যুবায়ের হোসেন, মোহাম্মদ শরিফ, সোহরওয়ার্দী শুভ, ডলার মাহমুদ ও নাজমুল হোসেন শান্ত।
মাত্র কয়েকদিন আগে এ দলে সুযোগ হয় সৈকতের। ঘোষণা দেয়া না হলেও ঢাকা ডিনামাইটসের অঘোষিত আইকন ক্রিকেটার তিনি। কিন্তু সেখানে জাতীয় দলের সাবেক ও বর্তমান এসব ক্রিকেটারের সুযোগ হওয়ায় বেশ আলোচনা হচ্ছে।
দেশি ক্রিকেটারদের চেয়ে বিদেশিদের দিকে বিশেষ দৃষ্টি ছিল দল মালিকদের। উপেক্ষিত ক্রিকেটারদের মাঝে ক্ষোভ আর ক্ষোভ।
২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর