শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫, ০১:২৮:৫৩

‘ক্রিকেটকে ধ্বংস করছে আইপিএল’

 ‘ক্রিকেটকে ধ্বংস করছে আইপিএল’

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট ক্রমশ ব্যাকফুটে যাওয়ার জন্য টি-২০ ফর্ম্যাটকে দায়ী করছেন গ্যারি সোবার্স৷ ক্যারিবিয়ান কিংবদন্তির ক্ষোভ আইপিএলকে ঘিরে৷ সোবার্সের মতে, বেশি অর্থের জন্য টেস্ট ক্রিকেট থেকে আইপিএল-কে বেছে নিচ্ছেন অনেকেই৷ যা ক্রিকেটের জন্য মোটেই ভালো বিজ্ঞাপন নয় বলে মনে করেন বিশ্বের সর্বকালের সেরা অল-রাউন্ডার৷ শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রধান অথিতি হিসেবে কলম্বোয় এক অনুষ্টানে ৭৯ বছরের ক্যারিবিয়ান কিংবদন্তি বলেন, টি-২০ টেস্ট ক্রিকেটকে ধ্বংস করছে৷ বিশেষ করে আইপিএল-এর মতো টুর্নামেন্ট৷ প্রচুর অর্থের জন্য যারা আন্তর্জাতিক ক্রিকেটকেও গুডাবাই জানাতে পিছপা হচ্ছে না৷ সাম্প্রতিক অতীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উদারণ টানেন গ্যারি৷ টেস্ট ক্রিকেটে দর্শক টানতে দিনরাতে টেস্ট ম্যাচের পরিকল্পনাকে সমর্থন জানাচ্ছেন বিশ্বসেরা অল-রাউন্ডার৷-কলকাতা ২৩ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে