সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৮:০৯

হঠাৎ অস্ট্রেলিয়া দলে দুঃসংবাদ, দুই তারকা ক্রিকেটার বাদ

হঠাৎ অস্ট্রেলিয়া দলে দুঃসংবাদ, দুই তারকা ক্রিকেটার বাদ

স্পোর্টস ডেস্ক: টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যেই অস্টেলিয়া দল ঘোষণা করা হয়েছে। কিন্তু দলে হঠৎ দুঃসংবাদ আঘাত হেনেছে। এমনিতেই তারা বাংলাদেশের বিরুদ্ধে যে দল ঘোষণা করেছে সেটা তুলনামুলক দুর্বল। এর মধ্যেই আবার ইনজুরির কারণে বাদ পড়েছেন ওপেনার ডেভিড ওয়ার্নার। খুবই সামান্য ইনজুরির কারণে বিশ্রামের অযুহাতে দলে নেয়া হয়নি বিশ্ব বিখ্যাত পেসার মিশেল জনসনকে।

ওপেনার ডেভিড ওয়ার্নারের পরিবর্তে অ্যাডাম ভোজেসকে সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে। পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউডকে বিশ্রাম দেয়ায় তাদের স্থান পূরণ করবেন স্টার্ক, পিটার সিডল ও প্যাট কামিন্স।

এদিকে, অ্যাশেজ সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ওপেনার ক্রিজ রজার্স, মাইকেল ক্লার্ক ও ব্রাড হাডিন। শেন ওয়াটসন বিদায় বলে দেন টেস্ট ক্রিকেটকে। অন্যদিকে রায়ান হ্যারিস অ্যাশেজের আগেই ইনজুরিতে পড়ে ক্রিকেটকে গুডবাই জানান। যে কারণে বাংলাদেশ সফরে নতুন একটি দলকে গড়ে তোলার চেষ্টা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত, দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে অক্টোবরের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসবে স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। ৩ অক্টোবর ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৯-১৩ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে। এরপর ১৭-২১ অক্টোবর মিরপুরের হোম অব ক্রিকেটে দল দুটি দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে।

অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), অ্যাডাম ভোজেস (সহ-অধিনায়ক), ক্যামেরন বেনক্রফট, জো বার্নস, প্যাট কামিন্স, আন্দ্রে ফেকেটে, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, পিটার নেভিল, স্টিফেন ও’কেফে, পিটার সিডল ও মিচেল স্টার্ক।
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে