সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩৭:১৪

জাতীয় ক্রিকেট লিগে কোন টাইগার কোন দলে

জাতীয় ক্রিকেট লিগে কোন টাইগার কোন দলে

স্পোর্টস ডেস্ক: ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জাতীয় লিগের প্রথম পর্বের খেলাটা। এ’ দলের হয়ে জাতীয় দলের বেশির ভাগ ক্রিকেটারই আজ ভারত সফরে চলে গিয়েছেন।অবশ্য তার জন্য জাতীয় দলের বাকি তারকাদের প্রথম পর্বের ম্যাচগুলোয় খেলতে হবে। সদ্য জাতীয় লিগের আট বিভাগের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিবি।

এবারই জাতীয় লিগ হবে দ্বিস্তরবিশিষ্ট। প্রথম স্তরে আছে গতবারের শীর্ষ চার দল রংপুর, ঢাকা মহানগর, খুলনা ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরে শেষ চার দল রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হয়ে দ্বিতীয় স্তরের সেরা দলটি আগামীবার উঠে আসবে প্রথম স্তরে। আর প্রথম স্তরের শেষ দলটি নেমে যাবে দ্বিতীয় স্তরে।

প্রথম পর্বে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর ও ঢাকা মহানগর। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হবে খুলনা ও ঢাকা বিভাগ। রাজশাহী-বরিশাল ম্যাচ রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম-সিলেট।

ঢাকা মেট্রো: মাহমুদুল্লাহ, সৈকত আলী, সাদমান ইসলাম, মেহেদী হাসান মারুফ, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, আসিফ আহমেদ, মোহাম্মদ শরীফ উল্লাহ, জাবিদ হাসান (উইকেটরক্ষক), ইলিয়াস সানি, মোহাম্মদ শহীদ, আবু হায়দার রনি, মেহরাব হোসেন, আসিফ হাসান।

রাজশাহী: মুশফিকুর রহিম, জহুরুল ইসলাম, ফরহাদ রেজা, ফরহাদ হোসেন, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, হামিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, মুক্তার আলী, তৌহিদ তারেক, জুবায়ের আহমেদ, নেহাদ উজ জামান, অভিষেক মিত্র, নাজমুল হোসেন শান্ত।

রংপুর: সোহরাওয়ার্দী শুভ, মাহমুদুল হাসান, আরিফুল হক, নাঈম ইসলাম, ধীমান ঘোষ, তানভীর হায়দার, সাজেদুল ইসলাম, বিশ্বনাথ হালদার, নবীন ইসলাম, সায়মন আহমেদ, সাদ্দাম হোসেন, তারিক আহমেদ রুবেন, সাদ্দাম হোসেন, সন্দীপ সাহা দীপ।

চট্টগ্রাম: তামিম ইকবাল, নাফিস ইকবাল, ইরফান শুক্কুর, তাসামুল হক, ফয়সাল হোসেন, ইয়াসিন আলী রাব্বি, মোহাম্মদ মনিরুজ্জামান, ইফতেখার সাজ্জাদ, নাঈম ইসলাম জুনিয়র, সাজ্জাদুল হক, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান রানা, মোহাম্মদ ইউনুস।

সিলেট: ইমতিয়াজ হোসেন, রুম্মান আহমেদ, আলক কাপালী, রাজিন সালেহ, আবুল হাসান, নাজমুল হোসেন, আবু জায়েদ চৌধুরী, এনামুল হক, সায়েম আলম, আহমেদ সাদিকুর রহমান, রাহাতুল ফেরদৌস, শাহনাজ আহমেদ, নাসুম আহমেদ, জাকির হাসান।

ঢাকা: মোহাম্মদ শরীফ, রাকিবুল হাসান, আব্দুল মজিদ, নাদিফ চৌধুরী, মোশাররফ রুবেল, নাজমুল ইসলাম অপু, দেওয়ান সাব্বির, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ মাসুম, সগির হোসেন, মাহবুবুল আলম, জয় রাজ শেখ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাইশুকুর রহমান।

খুলনা: আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), তুষার ইমরান, জিয়াউর রহমান, রবিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নুরুল হাসান, সাকিব আল হাসান, এনামুল ইসলাম, নাজমুস সাদাত, মেহেদী হাসান মিরাজ।

বরিশাল: শাহরিয়ার নাফীস, ফজলে মাহমুদ রাব্বি, সালমান হোসেন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ নুরুজ্জামান, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম চৌধুরী, সোহাগ গাজী, আল আমিন, শাহিন হোসেন খান, মনির হোসেন খান, তৌহিদ ইসলাম, মোসাদ্দেক হোসেন।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে