স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ হাফিজ তার ক্রিকেট ক্যারিয়ারে দুইবার ত্রুটিপূর্ণ বোলিং একশানের জন্য নিষিদ্ধ হয়েছেন। তবে ক’দিন আগে খবর বেরিয়েছিল যে, তিনি নাকি পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি কাপে অ্যাকশন না শুধরেই বোলিং করেছেন। তবে, ওই সংবাদের সত্যতা অস্বীকার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘নয় মাস ধরে জাতীয় ক্রিকেট একাডেমিতে কোচ ও অ্যানালিস্টদের তত্ত্বাবধানে বোলিং নিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ শিগগিরই অ্যাকশনে ফিরব।’
অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত জুলাইয়ে আইসিসি হাফিজকে নিষিদ্ধ করে। পরে অ্যাকশন শুধরে পিসিবি থেকে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি পান হাফিজ। কিন্তু সম্প্রতি প্রকাশিত সংবাদে বলা হয়, অ্যাকশন সমস্যা এখনও শুধরে উঠতে পারেননি তিনি।
সূত্র: ইএসপিএন ক্রিকইনফো
১৪ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/এমআর