স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি মানেই রেকর্ডের ছড়াছড়ি ৷ নিজের ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন আর্জেন্টিনার এই জাদুকর৷ এবার চ্যাম্পিয়ন্স লিগে ১০০-তম ম্যাচ খেলে রেকর্ড করতে চলেছেন বাসার এই রাজপুত্র৷ বুধবার রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে বার্সেলোনা৷ ওই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই রোমা চলে গিয়েছেন বার্সেলোনার এই সুপারস্টার। রোমার বিপক্ষে মাঠে নামলেই ১০০ ম্যাচ খেলে সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি। গোটা ফুটবল বিশ্ব এখন সেই কীর্তি দেখার অপেক্ষায় প্রহর গুনছে৷
২০০৪ সালে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হয় মেসির ৷ এখনও পর্যন্ত ৯৯টি ম্যাচ খেলেছেন তিনি ৷ গোল করেছেন ৭৭টি ৷ চার-চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন৷ চ্যাম্পিয়ন্স লিগে মেসির রেকর্ড যে কোনও ফুটবলারের হিংসার কারণ হতে পারে৷ফের একটি রেকর্ডের সামনে মেসি।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউক২৪/আল-আমিন/এএস