স্পোর্টস ডেস্ক: চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উদ্দেশ্য বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলা। তবে সফরে আসার আগেই অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক রডনি মার্শ এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশের জন্য বেছে নেয়া টেস্ট দলের জন্য। দলকে তাতিয়ে দিয়ে বলেছেন, ভালো দল এটাই করে। তারা জেতে। দেশের বাইরেও জেতে। আমাদের আবার প্রমাণ করতে হবে যে আমরা ভালো দল। আমরা ভালো দল ছিলাম। কিন্তু এখন কি ভালো দল? আমাদের তা প্রমাণ করতে হবে এবং প্রমাণ করতে হবে জিতে।
অস্ট্রেলিয়ার সামনে নতুন যুগ। আর সেই যুগে দেশ বিদেশে সবখানেই সমান সাফল্য চাই অস্ট্রেলিয়ার। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিদেশের মাটিতে সাফল্যটা প্রশ্নবিদ্ধ।
২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় মাটিতে সিরিজ জিতলো অজিরা। কিন্তু পাকিস্তানের কাছে বাজেভাবে হারলো। আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলো। পরের সফরেই অ্যাশেজ হারালো ইংল্যান্ডের কাছে। ধারাবাহিকতা নেই। সেই ধারাবাহিকতাই চান মার্শ। বাংলাদেশের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব জয়ই চাই আমরা।
১৪ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস