মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১২:০১

কেবল ক্ষমা চাইলেই ভারতের সঙ্গে খেলতে পারবে পাকিস্তান

কেবল ক্ষমা চাইলেই ভারতের সঙ্গে খেলতে পারবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক: মুব্বাই হামলার পর থেকেই ভারত ক্রীড়া মন্ত্রণালয় ঘোষনা করে ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত পাকিস্তানের সাথে কোন ধরনের খেলায় অংশ নিবে না ভারত। কিছু দিনের ব্যবধানে আবার শ্রীলংকান ক্রিকেট দল পাকিস্তানে সফরকালে জঙ্গী হামলার পর থেকে ঝুঁকি নিয়ে কোন দেশ দেশটিতে সফর করতে রাজি হচ্ছে না।

এমনিতে দুই দেশের ক্রীড়া জগতে চলছে চরম উত্তেজনা। পাকিস্তান এই উত্তেজনা শীতল করতে বার বার চেষ্টা করলেও ভারত বোর্ড তাদের স্বীদ্ধান্তে অনড় রয়েছে। গত ডিসেম্বরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে পাকিস্তানি খেলোয়াড়দের আচরণে ক্ষব্ধ হয়ে ভারত ক্রিকেট বোর্ড জানায়, ‘ভারতীয় হকি লিগের দরজা খোলার জন্য পাকিস্তানি হকি খেলোয়াড়দের ক্ষমা চাইতে হবে। আর, ক্ষমা না চাইলে লিগে তাদের খেলতে দেয়া হবে না।’

গতকাল সোমবার ভারত হকি ফেডারেশনের প্রেসিডেন্ট নরেন্দ্র বাত্রা এক বিবৃতিতে বলেন,  ‘ভুবনেশ্বরে গত ডিসেম্বরে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে পাকিস্তানি খেলোয়াড়রা যে আচরণ করেছে তার জন্য তারা কোন দুঃখ প্রকাশও করেনি। তাদের এ দুর্ব্যহার মোটেও গ্রহনযোগ্য নয়। তাছাড়া আমি খেলা নিয়ে কোন রাজনীতি পছন্দ করি না।’

ওই আসরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয়ের পরে পাকিস্তানি খেলোয়াড়দের জামা খুলে আনন্দ করে এবং দর্শকদের দিকে ফিরে নানা ধরনের বাজে অঙ্গভঙ্গি করে নাচার কারণে আন্তর্জাতিক হকি ফেডারেশনও দুই পাকিস্তানিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করে।

তুমুল উত্তেজনাপূর্ণ ওই খেলায় পাকিস্তান জয় পায় ৪-৩ গোলে। অবশ্য এর পরে পাকিস্তান দলের কোচ শাহনাজ শেখ ভারতের জনগণ ও হকি কর্তাদের কাছে লিখিত ক্ষমা প্রার্থণা করেন এবং দুঃখ প্রকাশ করেন।

কিন্তু ভারতীয় হকি ফেডারেশন এমন বিবৃতিতে কিছুটা নারাজ পাকিস্তানি কোচ। তিনি বলেন, ‘ভারতের দেয়া এমন বিবৃতি সত্যি হতাশা জনক। তাদের কাছে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই উঠে না।আমরা মাঠে এর সঠিক জবাব দিব।’ তথ্যসূত্র: জি নিউজ
১৫ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে