মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫১:৩৫

বাংলাদেশকে নিয়ে ভীষণ চিন্তিত ভারতের সেই খেলোয়াড়

বাংলাদেশকে নিয়ে ভীষণ চিন্তিত ভারতের সেই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের পরাশক্তি ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতে মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল বর্তমানে ভারতে অবস্থান করছেন। আগামী বুধবারে ব্যাঙ্গালোরে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’দল। সফরে ভারতের সঙ্গে তিনটি একদিনের ও দুইটি তিনদিনের ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের।   

বর্তমানে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ দলের শক্ত অবস্থানের জন্য বেশ চিন্তিত ভারত দলের অলরাউন্ডার সুরেশ রায়না। চিন্তিত হওয়ার কথাও। কারণ বেশ কিছু দিন পূর্বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করার পর একি কায়দায় ভারত জাতীয় দলকেও ২-১ ম্যাচে পরাজিত করেছে টাইগাররা। আর তাছাড়া ভারত সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দলে ১৫ সদস্যের যে দল গঠন করা হয়েছে তাদের ১৪ জনই জাতীয় দলের খেলোয়াড়।

‘এ’ দলের এই সিরিজ নিয়ে রায়না বলেন, ‘এটা ভালো যে তিনটি আন্তর্জাতিক মানের ম্যাচ হবে। বাংলাদেশের বিপক্ষে আমাদের অনেক ভালো খেলার পাশাপাশি শৃঙ্খল থাকতে হবে। গত ১০-১৫ বছর ধরেই আমরা এটা করে চলেছি। হতে পারে এটা প্রস্তুতি ম্যাচ। কিন্তু আমরা তাদের বিপক্ষে শেষ সিরিজে পরাজিত হয়েছি। তাই আমি মনে করি না, এটাকে প্রস্তুতি ম্যাচ বলা চলে। তবে একথা ঠিক যে গত কয়েক সিরিজ ধরে ভারত ‘এ’ দলও অনেক ভালো করছে।’

বাংলাদেশ সিরিজ নিয়ে রায়না আরো বলেন, বাংলাদেশ সিরিজের পর প্রস্তুতির জন্য ক্লাব ক্রিকেট ছাড়া আমরা তেমন একটা ম্যাচ খেলিনি। তাই এটি আমাদের জন্য বড় একটি সুযোগ, আমি নিজেও কঠোর অনুশীলন করছি এবং দারুণ এই সিরিজের জন্য প্রস্তুত হচ্ছি।’তথ্যসূত্র: ক্রিকবাজ
১৫ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে