স্পোর্টস ডেস্ক: নিজের বাড়িতে নতুন এই ক্লাব চালু করার পর তার ছবি তিনি নিজেই দিয়েছেন ইনস্টাগ্রামে। সেই ছবির ওপর আবার ক্যাপশন দিয়েছেন, একজন ক্রিকেট প্লেয়ার তো প্লেয়ারই নন, যদি তাঁর নিজের বাড়িতে পুল থেকে শুরু করে স্ট্রিপ ক্লাব না থাকে। নিজের বাড়িতে আসা প্রতিটি অতিথিকে আপ্যায়ন করা তখনই সম্পূর্ণ হবে যখন বাড়িতে পুল আর স্ট্রিপ ক্লাবের বিনোদন থাকবে।
ইনস্টাগ্রামে নিজেকে ওয়ার্ল্ড বস হিসেবে পরিচয় দেন ক্রিস গেইল। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর লক্ষ লক্ষ অনুগামীও রয়েছে। প্রতিমুহূর্তে তিনি তাঁর রঙিন জীবনের নানা মুহূর্তের ছবিও দেন ইনস্টাগ্রামে।
যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে মাঝে মাঝেই বিতর্কে জড়িয়ে পড়েছেন এই বাঁ হাতি ক্রিকেট তারকা। তবে এই বছর আইপিএল-এ ভাল ফর্মেই ছিলেন গেইল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মোট ৪৯১ রান করেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ১১৭। শুধু তাই নয় আইপিএল টুর্নামেন্টে তিনি ৩৮টি ছয়ও মেরেছেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা টোয়েন্টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ১৫১ রান রয়েছে তাঁর সংগ্রহে। তিনটি ম্যাচ খেলেছেন, ২৯টি ছয় ও ৩২৮ রান রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়া চ্যাম্পিয়ন্স প্রিমিয়ার লিগেও অন্যতম টপ স্কোরারদের মধ্যে তিনি ছিলেন একজন।
১৫ সেপ্টেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস