বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০৩:৫১:৩৫

আর্জেন্টিনাসহ সব দলকে কষ্ট দিয়ে এক নম্বর দল হলো ব্রাজিল, বাংলাদেশের জন্য সুখবর

  আর্জেন্টিনাসহ সব দলকে কষ্ট দিয়ে এক নম্বর দল হলো ব্রাজিল, বাংলাদেশের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক: বাহ! শীর্ষ স্থান হারানোর বিচ্ছেদে এক মাসের বেশি পুড়তে হয়নি ব্রাজিলকে। আর্জেন্টিনাসহ সব দলকে কষ্ট দিয়ে ফের এক নম্বর দল হলো ব্রাজিল, বাংলাদেশের উন্নতি।

নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিয়ে আবারও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাদের জায়গা করে দিতে এক ধাপ নিচে নেমে যেতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আজকের (বৃহস্পতিবার) হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে ব্রাজিল।

শীর্ষ দুই স্থানে পরিবর্তন আসলেও তিন নম্বর অবস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। ১৩৯৯ পয়েন্ট নিয়ে এই অবস্থানে রয়েছে মেসি-ডি মারিয়া-আগুয়েরোরা। ১৬০৪ পয়েন্টে শীর্ষে রয়েছে ব্রাজিল। আর দুই নম্বর অবস্থানের জার্মানির পয়েন্ট ১৫৪৯।

ফিফা র‌্যাঙ্কিং সেরা দশের মধ্যে ব্রাজিলের মতো একধাপ করে উন্নতি হয়েছে সুইজারল্যান্ড (৪), পোল্যান্ড (৫) ও বেলজিয়ামের (৯)। অন্যদিকে দুই ধাপ নিচে নেমে পর্তুগাল (৬) এবং এক ধাপ নিচে নেমে ফ্রান্স (১০) নম্বরে চলে এসেছে। এছাড়া আর্জেন্টিনার মতো চিলি (৭) ও কলম্বিয়া (৮) আগের অবস্থান ধরে রেখেছে।

ফিফার সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। গত মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ১৯০তম অবস্থানে ছিল বাংলাদেশ। এবার একধাপ এগিয়ে ১৮৯তম অবস্থানে উঠে এসেছে লাল-সবুজের পতাকাধারীরা
১০ আগস্ট ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে