বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০৯:০২:৩৯

টাইগারদের কোচ হতে চান অস্ট্রেলিয়ার সেই ১১৮১টি উইকেট শিকারকারী ভয়ংকর বোলার

টাইগারদের কোচ হতে চান অস্ট্রেলিয়ার সেই ১১৮১টি উইকেট শিকারকারী ভয়ংকর বোলার

স্পোর্টস ডেস্ক: রুয়ান কালপাগে চলে যাওয়ার পর এক বছরেরও বেশি হতে চলল। এখনও পর্যন্ত একজন স্পিন কোচ পায়নি বাংলাদেশ। তবে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই জানালেন স্টুয়ার্ট ম্যাকগিলের কথা। তাকেই সাকিব-মিরাজদের স্পিন কোচ হিসেবে নিয়োগ দিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  ম্যাকগিলকে পেলে, তিন মাসের জন্য দায়িত্ব দিয়ে দেখতে চায় তারা।

৩০ জুলাই বিসিবি প্রেসিডেন্ট এই ঘোষণা দেয়ার পর বেশ কিছুদিন পার হয়ে গেলেও স্টুয়ার্ট ম্যাকগিল আদৌ আসবে কী আসবে না- তার কোনো খবর শোনা যাচ্ছিল না। শুধু তারা জানিয়েছেন ম্যাকগিল এখনও নিশ্চিত নয়।  সেই সাথে তিনি বলেন, বিসিবির পক্ষ থেকে ম্যাকগিলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আগ্রহী বটে। তবে কবে আসবেন তার নিশ্চয়তা পাওয়া যায়নি।

তবে সেই শংঙ্কা কাটিয়ে এবার শোনা গেল তার খবর। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, স্টুয়ার্ট ম্যাকগিল কোচ হতে চান বাংলাদেশের স্পিনারদের। এ নিয়ে তিনি আরো বলেন, আমরা এখন ম্যাকগিলের অনাপত্তি পত্র পাওয়ার অপেক্ষায় আছি। অনাপত্তি পত্র পেলেই তিনি ঢাকায় চলে আসবেন।

উল্লেখ্য-স্টুয়ার্ট ম্যাকগিল একজন অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার ছিলেন। ১৯৯৭ সালে শেফিল্ড শীল্ডে দূর্দান্ত ক্রীড়া প্রদর্শন করায় তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে অ্যাডিলেডে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট অভিষেক হয়। জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেট মিলে তিনি সর্বমোট ১১৮১টি উইকেট শিকার করেছেন। খেলোয়াড়ী জীবনে তার দলগুলো হচ্ছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া,
নিউ সাউথ ওয়েলস, সমারসেট, ডেভন, নটিংহ্যামশায়ার ও সিডনি সিক্সার্স।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে