বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭, ০৯:৪১:৩৪

ধোনি-কোহলির জন্যই আজ এক নম্বরে: জাদেজা

ধোনি-কোহলির জন্যই আজ এক নম্বরে: জাদেজা

স্পোর্টস ডেস্ক: আইসিসির অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ‘রবি’-র মতো তেজস্বী ঝলক দেখিয়ে শীর্ষস্থানের সিংহাসনে রাজ করছেন রবীন্দ্র জাদেজা৷ টেস্টের এক নম্বর বোলারের স্থানটিও এখন ধোনির প্রিয় ‘স্যার জাদেজা’-র দখলে৷

ব্যাট হাতে রান পেলেই তড়োয়াল ডান্স, আর উইকেট পেলেই আঙুলে চুমু খেয়ে গর্জন৷ এটাই এখন জাড্ডুর নতুন স্টাইল৷ কলম্বো টেস্টে আবার বাঁ-হাতি বোলার হিসেবে সবচেয়ে কম টেস্টে ১৫০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েছেন৷

সাফল্যের শিখরে উঠে প্রাক্তন অধিনায়ক ধোনিকে কৃতিত্ব দিচ্ছেন রবি৷ শুধু মাহিকেই নয়, শেষ একবছরে পাঁচ দিনের ক্রিকেটে নজর কাড়ার জন্য বর্তমান অধিনায়ক কোহলিকেও ধন্যবাদ জানাচ্ছেন জাড্ডু৷

বাঁ-হাতি বোলার হিসেবে কেরিয়ার শুরু করলেও ধোনির আমলেই লোয়ার মিডল অর্ডারে ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন সৌরাষ্ট্রের ক্রিকেটার৷ এরপর কোহলির জমানায় টেস্টে নতুন করে অলরাউন্ডারের রোলে নিজের জাত চিনিয়েছেন৷

শেষ এক বছরে পাঁচদিনের ক্রিকেটে ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন পাঁচবার৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও বিপদজনক জাদেজা৷ প্রতিপক্ষকে দুরমুশ করে শেষ এক বছরে সাতটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারতীয় অলরাউন্ডার৷ কেরিয়ারের সেরা সময়ে এসে তাই ধোনি আর কোহলির অবদানকে কৃতজ্ঞতা জানাচ্ছেন জাদেজা৷

টুইটে জাড্ডু জানিয়েছেন, ‘ ধোনি-কোহলি পাশে না-থাকলে এমন একটা জার্নি সম্ভব হত না৷ ওদের জন্যই আজ অলরাউন্ডার ও বোলারদের তালিকায় শীর্ষে পৌঁছেছি৷-কলকাতা২৪।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে