স্পোর্টস ডেস্ক : তাসকিন আহমেদ শুরুতে বেশ প্রতিভাবান ছিলেন। বল হাতে হ্যাট্টিক করেই বিশ্বকে নিজের মুখ চেনান বাংলাদেশের বোলার তাসকিন আহমেদ।
বাংলাদেশ এ দল ভারত সফরে যায়। ভারতের বিরুদ্ধে ক্রিকেট লড়াইয়ে মেতে ওঠে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট টিমের অসাধারন প্রদর্শনী ব্যঙ্গালুরোর চেন্নাস্বামী স্টেডিয়ামে।
কিন্তু এদিন তাসকিন আহমদকে বড় লজ্জা দেয় ভারতের ব্যাটসম্যানরা। শুধু তাই নয় তাসকিনকে ব্যবহার করে বাংলাদেশ টিমকেও প্রায় বিপদের দিকে নিয়ে যাচ্ছিল ভারতীয় ব্যাটসম্যানরা।
বাংলাদেশ টিমের অধিনায়ক মুমিনুল হক বিষয়টি বুঝতে পেরে বল করা থেকে বিরত রাখেন তাসকিনকে। ভারতের রান যখন ৭৫ তখন খেলা শেষ হয় ১৫ ওভারের।
আর ভারত হারিয়েছে দুটি উইকেট। এ সময় রুবেলের শেষ হয় চার ওভার। তাসকিনও চার ওভার বল করেছেন। রুবেল চার ওভারে মাত্র ৫টি রান দিয়েছেন।
এই কালো মানিকের কি অসাধারন বোলিং! অন্যদিতে তাসকিন দিয়েছেন ৩৬ রান। তাসকিন ছাড়া অন্যান্য বোলাররাও ভালো বল করেছেন। জাতীয় দলের বোলার বলে ভালো কিছুর প্রত্যাশায় দলে সুযোগ দেয়া হয় তাসকিনকে।
কিন্তু যে কারণে জাতীয় দলের একাদশে তাসকিনকে সুযোগ দেয়া না সে একই চিত্র মেলে ধরে টাইগারভক্তদেরও হতাশ করে দেন তাসকিন!
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর