রবিবার, ১৯ নভেম্বর, ২০১৭, ০২:৪৯:৪৬

শিশিরের কারণেই মাশরাফির আগে বোলিং , কৃতিত্ব দিলেন মিরাজকে

শিশিরের কারণেই মাশরাফির আগে বোলিং , কৃতিত্ব দিলেন মিরাজকে

স্পোর্টস ডেস্ক : দলে আছেন টি-২০ ফরম্যাটের সেরা দুই ব্যাটসম্যান, দুজনই আবার ওপেনার; এরপরও টস জিতে কেন আগে বোলিং? শনিবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ফেভারিট রংপুর রাইডার্সের পরাজয়ের পর এই প্রশ্নই উঁকি দিচ্ছিল সবার মনে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুর অধিনায়ক  মাশরাফি বিন মুর্তজা পরিষ্কার করেন প্রথমে বোলিং নেওয়ার কারণ। সেই সাথে জানান ম্যাচ সংক্রান্ত অন্যান্য ভাবনাও।

আগে বোলিং করার কারণ জানিয়ে মাশরাফি বলেন, ‘সন্ধ্যার খেলায় দ্বিতীয় ইনিংসে ডিউ (শিশির) বেশি থাকে। আগে-ভাগে বোলিং করে নেয়াটাই ভালো। পরের সেশনে শিশিরে ভেজা বল গ্রিপ করায় বোলারদের সমস্যা হয়। এ কারণেই মূলত এই সিদ্ধান্ত।’

রংপুরের পরাজয়ের অন্যতম কারণ ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককালামের মতো ‘হট কেক’ ব্যাটসম্যানের ব্যর্থতা। দুজনের কেউই রানের সংখ্যা বিশের কোটা পার করতে পারেননি। মাশরাফির ভাবনা, হুট করে বাংলাদেশে এসে খেলতে নেমেই এই সমস্যা- ‘গেইল আর ম্যাককালামের মত এমন দু’জন ব্যাটসম্যানের কাছে অবশ্যই প্রত্যাশা ছিল। দর্শকরাও আমার মনে হয়, ওদের খেলা দেখতেই এসেছিলেন। বাংলাদেশে এসেই আসলে হাত খুলে শট খেলা খুব কঠিন। আমার কাছে যেটা মনে হয়, নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া বা ভারতেও যেমন উইকেট হয়, আমাদের উইকেট তেমন না। তাদের মানিয়ে নেয়ার ব্যাপার ছিলো।’

কুমিল্লার জয়ে বড় অবদান ছিল তরুণ অফ স্পিনার মেহেদী হাসানের বোলিং পারফরমেন্স। ম্যাচ শেষে মাশরাফিও কৃতিত্ব দিলেন তাকে।

মাশরাফি বলেন, ‘আসলে সে খুব ভালো করেছে। বিশেষ করে প্রথম স্পেলটা খুব ভালো ছিলো। ঘরোয়া লিগে সে ভালো বোলিং করেছে। ওর অভিজ্ঞতা ভালোই আছে। বিপিএলে ব্রডকাস্ট হচ্ছে, গেইল-ম্যাককালাম ছিলো স্ট্রাইকে। তারপরও নিজেকে ঠিক রেখে দারুণ বোলিং করেছে মেহেদী।’

উল্লেখ্য, এখন পর্যন্ত চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন রংপুর রাইডার্স।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে