স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিপিএলে খেলেছেন থিসারা পেরেরা। মাঝ পথে দলকে যুদ্ধের ময়দানে রেখেই চলে গেলেন দেশের প্রয়োজনে।
আর দেশে গিয়েই পেলেন বিরাট সুখবর। হয়ে গেলেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আর প্রথম বারের মত শ্রীলঙ্কাকে নেতৃত্ব পেয়ে দারুন খুশি পেরেরা।
সে আরো খুশি যে বাংলাদেশ থেকে সদ্য পদত্যাগী কোচ হাতুরুকে পেয়ে। হয়ত এবার চমকই অপেক্ষা করছে তার জন্য। সামনের ভবিষ্যই বলে দেবে তার অগ্রযাত্রা কতদুর?
বিপিএলে ভালই খেলছিলেন পেরেরা। মাঝপথে রংপুর রাইডার্সের জার্সি গায়ে বিপিএলের পঞ্চম আসর মাতিয়ে গেছেন থিসারা পেরেরা। ২৮ বছর বয়সী থিসারাকেই অধিনায়ক করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। থিসারা এবারই প্রথম ওয়ানডে দলের অধিনায়ক হলেন।
এর আগে সাময়িকভাবে টি২০ তে গত মাসে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টি-টেয়েন্টিতেও লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন থিসারা। ভারতের বিপক্ষে আগামী ১০ই ডিসেম্বর শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থিসারা শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিবেন। এবার পেলেন স্থায়ি ওয়ানডে নেতৃত্ব।
২০০৯ সালে ওয়ানডেতে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২৫ ম্যাচে ১৭.৫৭ গড়ে করেছেন ১৪৪১ রান। আর বল হাতে ৩২.৬২ গড়ে উইকেট নিয়েছেন ১৩৩টি।
২০১৭ সালে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলকে থিসারার আগে নেতৃত্ব দেন পৃথক ছয় জন খেলোয়াড়। এরা হলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, উপুল থারাঙ্গা, লাসিথ মালিঙ্গা, রঙ্গনা হেরাথ, দিনেশ চান্দিমাল এবং চামারা কাপুগেদারা।
৩০ নভেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর