ডিসেম্বরে পাকিস্তান-ভারত সিরিজ নিয়ে ঝড়-তুফান সৃষ্টি করেছেন আফ্রিদি!
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও ভারতের ক্রিকেট নিয়ে প্রায় দুই মাস আগে একটি সাক্ষাৎকার দেন শহীদ খান আফ্রিদি। পাকিস্তান ও ভারতের ক্রিকেট লড়াই নিয়ে সেদিন তিনি অনেক কিছুই বলেন।
তবে এবার কিন্তু ভিন্ন প্রসঙ্গ। কেননা ভারতের বরফ গলেছে। ভারত পাকিস্তানকে নিজ দেশে সিরিজ খেলার জন্য আহবান জানাবে। বিশ্ব মিডিয়ায় এ নিয়ে বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করা হয়।
এই বিষয়টি ছুঁয়ে গেছে আফ্রিদিকে। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই বিষয়ে সতর্ক হতে বলেছেন পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষকে। আফ্রিদি দাবি করেন, ভারতের দেয়া ওই খবর ভিত্তিহীন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছুই জানে না। তিনি পাকিস্তানের ক্রিকেট বোর্ডকে আহবান জানিয়ে বলেন, যারা বিভিণ্ন ভিত্তিহীন খবর প্রকাশ করে তাদের সাথে পিসিবির যোগাযোগ করা উচিত।
প্রসঙ্গত, উগ্র হিন্দুদের কারণে কয়েকদিন আগে পাকিস্তান জানিয়ে দেয় যে, ভারতে এশিয়াকাপ খেলতে যাবে না পাকিস্তান। পরে আম-ছালা সবই যায় ভারতের।
আইসিসির সিদ্ধান্তে এশিয়াকাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। কিন্তু চতুর ভারতীয় ক্রিকেট বোর্ড পরিকল্পনা করে ওই সিরিজের আগেই পাকিস্তানের সাথে ভারতের মাটিতে সিরিজ আয়োজনের।
ভারতের মিডিয়ায় ফলাও করে এই খবর প্রকাশিত হয়। পরে তা ভারতের গন্ডি ছাড়িয়ে বিশ্ব মিডিয়ায় প্রকাশ পায়। খবর জানার পরেই নড়েচড়ে ওঠেন আফ্রিদি। পরে রহস্য বের করার জন্য অনুরোধ জানান পিসিবির প্রতি।
১৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর