স্পোর্টস ডেস্ক: মেসি নাকি রোনালদো কে সেরা? এই প্রশ্নে পুরো দুনিয়া বিভক্ত। কারো কাছে রোনালদো সেরা তো কারো কাছে মেসি সেরা। তবে এবার নিজের কাছে কে সেরা সেটা জানিয়ে দিলেন ব্রাজিলিয়ান গ্রেট রিভালদো।
সামনেই লা লীগার জমজমাট লড়াই। আর সেই লড়াইয়ে মুখোমুখি বার্সালোনা ও রিয়াল মাদ্রিদ। আর এই দুইটি দল যখন একে অপরের মুখোমুখি, তখন সবার আগেই চলে আসে মেসি-রোনালদোর নাম। নিজের দিনে যে ভালো ফর্মে থাকবে দিন শেষে তার দলই হাসার সম্ভাবনাও বেড়ে যায়।
তবে এবার এই এল ক্লাসিকোর আগে নএক সাখাতকারে রোনালদো ও মেসির মধ্যে তুলনায় মেসিকেই এগিয়ে রাখলেন সাবেক ব্রাজিল তারকা রিভালদো। তিনি বলেন, আমি মেসির সাথে খেলতে পছন্দ করব। সেই সেরা। সে অসাধারন একজন প্লেয়ার যে কিনা পার্থক্য তৈরি করে দিতে পারে।
রোনালদো সম্পর্কে রিভালদো বলেন, সে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বিপজ্জনক প্লেয়ার। একই সাথে এবারের ব্যালন ডি অরও রোনালদোই প্রাপ্য ছিল বলেই মন্তব্য করেন তিনি।
রিভালদো আরো বলেন, বর্তমান সময়ের ফুটবলের চেয়ে আমার সময়ে ফুটবল ছিল আরো চ্যালেঞ্জিং। তখন অনেক তারকা ছিল। ফিগো, ডেল পিয়েরো, টট্টি আরো অনেকে। কিন্তু এখন শুধু তিনটা নামই শোনা যায়, মেসি-রোনালদো-নেইমার।
২০ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর