পাল্টাপাল্টি অবস্থানে ভারত-পাকিস্তান, কোন পথে যাচ্ছে দুই দেশ?
স্পোর্টস ডেস্ক : অনেক দিন পর দ্বিপাক্ষীয় সিরিজ নিয়ে আয়োজন করার দিকে যাচ্ছিল ভারত-পাকিস্তান। হঠাৎ করেই এই সিরিজ নিয়ে ঝড়-তুফানের সৃষ্টি হয়েছে এবার।
পাল্টাপাল্টি অবস্থানে দুই দেশের ক্রিকেট বোর্ড, কোন পথে যাচ্ছে ভারত-পাকিস্তানের সম্পর্ক? ক্রিকেটপ্রেমীদের এই প্রশ্নের উত্তর দেয়ার সক্ষমতা পিসিবি ও বিসিসিআইয়ের কর্মকর্তাদেরই রয়েছে।
পাকিস্তান যা বলছে সেটা কিছুতেই মানতে নারাজ ভারত। অন্যদিকে ভারত যেটা বলছে সেটাও মেনে নিবে না পাকিস্তান। প্রস্তাব পেলেও পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাবে না ভারত।
অন্যদিকে ভারতের মাটিতেও আসবে না পাকিস্তান। এছাড়া পাকিস্তান যে ভারতকে আরব আমিরাতে আমন্ত্রণ জানায়, সেখানেও যাবে না ভারত। এ নিয়ে বিপত্তি।
এ বিষয়ে পিসিপির চেয়ারম্যান নাজাম শেঠির বক্তব্য, এটা যখন আমাদের হোম সিরিজ, তখন আমরা কেন ভারতে গিয়ে খেলব? তবে এই প্রশ্ন তোলার পরেও পাকিস্তান বা নিরপেক্ষ ভেন্যুতে খেলতে যেতে রাজি নয় ভারত।
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে প্রায় এক বছর ধরেই চলছে নাটকীয়তা। এই নাটকীয়তার শেষ কোথায়? দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ও রাজনৈতিক অঙ্গনের কর্তারা নমনীয় না হলে হয়তো দেখা যাবে না ভারত-পাকিস্তানের মধ্যে হবে না আর কোনো দ্বিপাক্ষীয় সিরিজ।
১৫ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর