শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:১৯:৩১

মাশরাফির পর যে কীর্তি মাহমুদউল্লাহর

মাশরাফির পর যে কীর্তি মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে পুরো ম্যাচ জুড়েই রীতিমত ছড়ি ঘুড়িয়েছেন টাইগার ক্রিকেটাররা। শুক্রবারের ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করতে নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করেছেন সাকিব-তামিম-সাব্বিররা।

এদিনই প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। তামিমের পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও পা রেখেছেন ১০ হাজার রানের মাইলফলকে। সাকিব তামিমের এই কীর্তির দিনে লঙ্কানদের সামনে ৩২১ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ।

এদিকে সাকিব-তামিমের পাশাপাশি এদিন আরেকটি মাইলফলকে পা রেখেছেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও। অবশ্য এই মাইলফলকটি রানের দিক থেকে নয়,  ক্যাচ ধরার দিক থেকে।

৩২১ রানের লক্ষ্যে খেলতে নামার পর সাকিব আল হাসানের ৩০তম ওভারের পঞ্চম বলটি উড়িয়ে মারতে গিয়ে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। আর এই ক্যাচটি ছিলো ওয়ানডে ক্রিকেটে রিয়াদের পঞ্চাশতম ম্যাচ।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে দেশের হয়ে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ডটি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ১৮২ ম্যাচে মোট ৫৫টি ক্যাচ ধরেছেন তিনি। পেরেরার ক্যাচটি লুফে নিয়ে মাশরাফির ঠিক পরেই জায়গা করে নিয়েছেন মাহমুদউল্লাহ।

মাশরাফি ও রিয়াদের পর যথাক্রমে এই তালিকার তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছেন যথাক্রমে সাকিব আল হাসান (৪৩), তামিম ইকবাল (৪১) এবং মোহাম্মদ আশরাফুল (৩৫)।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে