শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ০৯:৫৩:২০

তামিম-সাকিবের আরেকটি অর্জন

তামিম-সাকিবের আরেকটি অর্জন

স্পোর্টস ডেস্ক: মিরপুরে ব্যাটে জ্বলেছেন তিনজন। সাকিব, তামিম ও মুশফিক। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রানের সংগ্রহ গড়েছে বাংলাদেশ। সেই পথে তামিম-সাকিব গড়েছেন নতুন কীর্তি।

শুক্রবার শের-ই-বাংলায় টস জিতে ব্যাটিং নেন মাশরাফী। তামিম (৮৪), সাকিব (৬৭) ও মুশফিক (৬২) রান করেন। ফিফটির পথেই তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম ইকবাল। আর সাকিব আল হাসান স্পর্শ করেছেন তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজারের কোটা।

শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে ১১ হাজার ছুঁতে তামিমের দরকার ছিল ৭ রান। যখন ফিরলেন তখন নামের পাশে ১১,০৭৭! মোট ২৮৭ ম্যাচে ১৮ সেঞ্চুরি ও ৬৮ ফিফটিতে তামিম এই রান জমা করেছেন।

আর ১০ হাজারের হতে সাকিবের প্রয়োজন ছিল ৬৬। যখন ফিরলেন নামের নামের পাশে ১০,০০১! মোট ২৯৪ ম্যাচে ১২ সেঞ্চুরি ও ৬৪ ফিফটিতে এই রান তুলেছেন সাকিব। তিন সংস্করণ মিলিয়ে ৩৪,৩৫৭ রান নিয়ে অবসরে যাওয়া শচীন রমেশ টেন্ডুলকারের দখলে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে