শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:১১:২২

ম্যাচ জিতে যাদের প্রশংসা করলেন মাশরাফি!

 ম্যাচ জিতে যাদের প্রশংসা করলেন মাশরাফি!

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে জিম্বাবুয়ে। আজ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করারসিদ্ধান্ত নেয় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২০ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১৫৭ রানেইগুটিয়ে যায় শ্রীলঙ্কা এরই ফলে ১৬৩ রানের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘নিকট অতীতের ম্যাচগুলো যদি দেখেন, তাহলে এটা ছিল তাদের মধ্যে সেরা। ছেলেরা যেভাবে খেলেছে সেটা ছিল অসাধারণ। আমরা এভাবেই এগিয়ে যেতে চাই। হার-জয় থেকে সব সময়ই শেখা হয়। তামিম আজকে সেঞ্চুরি পেতে পারতো। কেউ সেঞ্চুরি না পেলেও ব্যাটিং ছিল মান সম্পন্ন।বোলিং নিয়ে দক্ষিণ আফ্রিকায় ভুগলেও ঘরের মাঠে ছন্দ ফিরে পেয়েছি। ‘তিনি আরও বলেন, ‘সাব্বিরের ভূমিকা ইনিংসের ফিনিশিং।

তাই ৬ থেকে ৭ নম্বরে তার পজিশন ঠিক। সে এখানেই স্বস্তিবোধ করে। আর এটা ওকে মানায়। আমরা ওর মতোই একজনকে খুঁজছি। যে মেরে খেলতে পারে। কিব তিন নম্বরে খুব ঠাণ্ডা মেজাজেই ব্যাটিং করেছে। তামিম রানের জন্যে ক্ষুধার্ত ছিল, বিজয় ভালো ব্যাটিং করেছে। আমাদের এই টপ অর্ডারের ৫ জনকে ৪০ থেকে ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে। ওরা আজকেসেটাই করে দেখিয়েছে। ‘
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে