শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:২৩:৪৬

পরের দুই ম্যাচে টাইগার দলে এক পরিবর্তন

 পরের দুই ম্যাচে টাইগার দলে এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ শেষ। এবার পরের দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের জন্য ১৬ জনের স্কোয়াড ঘোষণা করা হলেও, পরের দুই ম্যাচে থাকছে ১৫ জনের স্কোয়াড। বাদ পড়েছেন ইমরুল কায়েস। এই এক পরিবর্তন নিয়েই ঘোষণা করা হয়েছে স্কোয়াড।

হাতের ইনজুরির কারণে প্রথম ম্যাচটা খেলা হয়নি ইমরুলের। পরের ম্যাচেও তাকে বিবেচনা করা হয়নি। এবার বাদ দেয়া হলো স্কোয়াড থেকেও। ইমরুল যে জায়গায় খেলতে পারতেন, সে জায়গায়, অর্থাৎ ওপেনিংয়ে তামিমের সঙ্গে দারুণ খেলছেন এনামুল হক বিজয়।

এ দিকে, টানা দুই জয় বাংলাদেশ এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে গেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে আট উইকেটে হারানোর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬৩ রানের রেকর্ড ব্যবধানে হারিয়েছেন মাশরাফি-সাকিবরা।

সিরিজের ফাইনালের আগে বাংলাদেশ দল খেলবে আরো দুটি ম্যাচ। এই দুই ম্যাচের জন্যই ঘোষণা করা হয়েছে স্কোয়াড। এর প্রথমটি হবে ২৩ তারিখ, জিম্বাবুয়ের বিপক্ষে। পরের ম্যাচটি হবে শ্রীলঙ্কার বিপক্ষে, ২৫ জানুয়ারি। এরপর ২৭ জানুয়ারি হবে ফাইনাল। পয়েন্টে এগিয়ে থাকা দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

বাংলাদেশের তৃতীয় ও চতুর্থ ম্যাচের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে