শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১০:৩৮:২০

হাথুরুকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেন সাকিব

হাথুরুকে মাথা থেকে ঝেড়ে ফেলতে বললেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার দায়িত্বে। কোচের চাকরি বদল হিসেবে দেখলে ব্যাপারটি স্বাভাবিক। কিন্তু যে প্রক্রিয়ায় হাথুরু বাংলাদেশ ছেড়ে গেছেন সেটি সমালোচিত হওয়ার মতোই। সেই হাথুরুর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দেখায়ই এল ১৬৩ রানের রেকর্ড জয়। সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে এল হাথুরু প্রসঙ্গও। উত্তরে সাকিব বোঝালেন, হাথুরুর অবস্থান বদলে খেলোয়াড়দের উপর কোন প্রভাবই পড়েনি।

‘আমরা মাথায় নেই না, এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আমি চাই, আপনারা (সাংবাদিক) যেন মাথায় না নেন। সেটা আমাদের জন্য আরও ভাল।’

হাথুরুর পদত্যাগের পর থেকে ত্রিদেশীয় সিরিজ শুরুর আগ পর্যন্ত বিদায়ী কোচকে নিয়ে এত বেশি কথা হয়েছে যে তাতে ক্লান্ত ক্রিকেটাররা। এবার ওই প্রসঙ্গে শেষ টানার কথাই বললেন সাকিব।

প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দেয়ার পর শ্রীলঙ্কার সঙ্গে এত বড় ব্যবধানে জয়। কোচ বদলের সঙ্গে কৌশল ও নিবেদনেও কি পরিবর্তন এসেছে? যেটির ছাপই যেন দেখা যাচ্ছে বাংলাদেশের খেলায়, পরিকল্পনায়। জিম্বাবুয়ের বিপক্ষে দুই স্পিনার, তিন পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে এক স্পিনারের সঙ্গে চার পেসারের বৈচিত্র্য চোখে পড়েছে সবার। সাকিবও মানলেন ভিন্নতাটা।

‘একটু তো ভিন্ন হবেই সবকিছু। আমাদের পরিকল্পনা যারা করেন, তাদের চিন্তা ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু কোচের পরিবর্তন এসেছে। নতুন কিছু চিন্তা ভাবনা থাকবেই। এটা বলবো না আগে আমরা স্বাধীনভাবে খেলতে পারতাম না। এখন স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। আমাদের কাছে এটা একটা সুবিধা। সুজন ভাই আছে, রিচার্ড (হ্যালসল) আছে। দুজনই জানে আমাদের কি দরকার। দুজনই এগুলো সরবরাহ করতে পারছে, আর আমরা মাঠে পারফরম্যান্স করছি।’ উত্তর করেন সাকিব।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে