শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ১১:৫৮:১৬

ম্যাচ পাতানোর অভিযোগ জিম্বাবুয়ের কর্মকর্তার বিরুদ্ধে

ম্যাচ পাতানোর অভিযোগ জিম্বাবুয়ের কর্মকর্তার বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক: বিশ্বের প্রতিটি দেশেই ম্যাচ পাতানো নিয়ে সরব ক্রীড়াঙ্গনগুলো। সেটা খেলাধুলার যে কোনো ইভেন্টেই হতে পারে। দেশের ক্রীড়াঙ্গনের কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক হয়ে যাওয়ার পর বুকিরাও অনেকটা সতর্ক হয়ে যান। চলে অনেকটা আড়ালে। এখন তারা চেষ্টা চালাচ্ছেন আড়ালে থেকে তাদের কাজ হাসিল করতে।

এরই মধ্যে গত বছরের অক্টোবরে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিল এক দুবাইভিত্তিক বুকি। এরপর জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারও তোলেন একইরকম অভিযোগ।

তখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক মুখপাত্র জানিয়েছিলেন জিম্বাবুয়েতে একটি দুর্নীতি বিরোধী তদন্ত চলছে। এবার দেশটির ঘরোয়া ক্রিকেটের কর্মকর্তা রাজন নায়ারের বিরুদ্ধে ম্যাচ পাতানো চেষ্টার অভিযোগ আনা হয়েছে। ওয়েবসাইট ক্রিকইনফোর মতে, রাজনই ক্রেমারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন।
 
গত কয়েক মাস থেকে ক্রিকেটে ম্যাচ পাতানো নিয়ে বিভিন্ন বিতর্ক সামনে চলে আসছে। সরফরাজ, ক্রেমার ঘটনা তো রয়েছেই। নিউজিল্যান্ডের ভারত সফরের সময় পুনেতে টাকার বিনিময়ে পিচে পরিবর্তন আনতে চেয়েছিলেন কিউরেটর পান্ডুরাং সালগানেকার। তবে তিনি ধরা পড়েন একটি টিভি চ্যানেলের স্টিং অপারেশনে।

গত অ্যাশেজের তৃতীয় টেস্টের আগে সেখানে ম্যাচ পাতানো নিয়ে একটি অভিযোগ উঠেছিল। যার কোনো প্রমাণ পায়নি আইসিসি।

এদিকে রাজনের বিপক্ষে উঠেছে আইসিসির দুর্নীতি বিরোধী আইন তিন ধাপে ভাঙার অভিযোগ। যার মধ্যে আছে আন্তর্জাতিক ম্যাচ পাতানোতে খেলোয়াড়কে টাকার প্রস্তাব দেয়া। তিনি হারারে মেট্রোপলিটান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও মার্কেটিং পরিচালক।

অভিযোগ অনুযায়ী তিনি ক্রেমারকে ম্যাচ পাতানোর জন্য ত্রিশ হাজার ডলারের প্রস্তাব দিয়েছিলেন। অভিযোগ ওঠার পর তাৎক্ষণিকভাবে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

রাজন খেলোয়াড়দের সঙ্গে সুপরিচিত। জিম্বাবুয়ের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এই খবরে। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে আপিল করতে পারবেন রাজন। সেজন্য ১৪ দিন সময় পাচ্ছেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে