স্পোর্টস ডেস্ক : ক্রিকেটীয় প্রতিভার বিচারে অনেকেই তাকে বিরাট কোহলির থেকেও এগিয়ে রাখেন৷অনেক বিশেষজ্ঞের মতেই, তিনি ক্ষমতা ধরেন ভারতের এক নম্বর ব্যাটসম্যান হওয়ার৷ কিন্তু রোহিত শর্মা নিজেকে প্রতিভাবান বলতে নারাজ৷
তার পাল্টা দাবি, ‘আমার মধ্যে কোনও প্রতিভা নেই৷’ সাফ বলছেন, ‘আমার প্রতিভা নিয়ে চারিদিকে নানারকম কথা শুনি৷ এটা মোটেই ঠিক নয়৷ পুরোটাই মিডিয়া তৈরি করেছে৷ মিডিয়ার লোক এসব নিয়ে কথা বলতে ভালবাসে৷ যাতটা সাফল্য পেয়েছি, পুরোটাই পরিশ্রমের ফল৷ ক্রিকেটজীবন শুরু করেছিলাম বোলার হিসেবে৷ আমার কোচ দীনেশ লাডকে জিজ্ঞেস করলে জানতে পারবেন, শুরুতে আমি ছিলাম অফ-স্পিনার৷ ৮ নম্বরে ব্যাট করতাম৷ সেখান থেকে আজকে ব্যাটসম্যান হিসেবে এই জায়গায় পৌঁছেছি৷ তাই প্রতিভা নিয়ে কথা বলার আগে লোকের একটু ভাবা উচিত৷’
বিরাট কোহলি টেস্ট দলের অধিনায়ক হয়েছেন ১০ মাস মতো হল৷ কোহলির নেতৃত্বে দলের আচরণে কী বদল এসেছে? রোহিতের উত্তর, ‘আমার মতে কোনও পরিবর্তনই হয়নি৷ ক্রিকেটারদের মানসিকতায় হয়ত একটু বদল এসেছে৷ এই মুহূর্তে ভারতীয় দলটা বয়সে তরুণ৷ তাই মানসিকতায় বদল আসা খুবই স্বাভাবিক ব্যাপার৷ পাঁচ বছর আগে আমরা যে ক্রিকেট খেলতাম, এখনও তাই খেলি৷ হয়ত আগে ক্রিকেটাররা এতটা আবেগ দেখাত না৷’ গত শ্রীলঙ্কা সফর নিয়েও মুখ খুলেছেন রোহিত৷ বলেন, শ্রীলঙ্কা সফরটা দলের ভাল কেটেছে৷ ২২ বছর পর আমরা শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে ফিরেছি৷ প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয় সহজ ছিল না৷’
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি