স্পোর্টস ডেস্ক : সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলের কঠিন পরীক্ষা। কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহলি তাতে এতটুকুও চিন্তিত নন। বরং তার গলায় ঝরে পড়ছে আত্মবিশ্বাস। শনিবার তিনি বললেন, ‘দক্ষিণ আফ্রিকাকে আমরা মোটেই ভয় পাচ্ছি না। এর আগেও এরকম বহু ম্যাচ খেলেছি। তাই এবারেও আমাদের দৃষ্টিভঙ্গি একই থাকবে। আলাদা কোনও প্রস্তুতি নিচ্ছি না।’
দক্ষিণ আফ্রিকার কোনও খেলোয়াড়ের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে কি না, এই প্রশ্নের জবাবে তার উত্তর, ‘ওদের প্রত্যেকেই ভাল। তাই নির্দিষ্ট করে কারও নাম বলা যাবে না। প্রত্যেককেই একই নজরে দেখতে হবে।’ পাশাপাশি এদিন নিজের ক্রিকেটজীবন নিয়েও কথা বলেন তিনি। ২০০৮–এর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় থেকে যে যাত্রার শুরু, তা এককথায় অবিশ্বাস্য কোহলির কাছে।
‘সত্যি বলতে, আমি কখনও এতদূর আসার কথা ভাবিনি। মাঝে মাঝে আমি নিজের ঘরে বসে এই সব ভাবি আর িচন্তা করি, কী করে এগুলো সম্ভব হল! পুরোটাই আমার কাছে অবিশ্বাস্য মনে হয় এখনও।’ অকপটে জানান কোহলি। আরও বলেন, ‘এত নামী প্লেয়ারের সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই গর্বিত। এটা আমার কাছে খুব বড় শিক্ষা হয়ে থাকবে।’
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি