স্পোর্টস ডেস্ক: চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় ফাউলের দায়ে লাল কার্ডসহ চার ম্যাচের জন্য নিষিদ্ধ রয়েছেন ব্রাজিল ফুটবল দলের সুপারস্টার নেইমার। তাই দেশটির বোর্ড অনেকটা বাধ্য হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে অক্টোবরে চিলি ও ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ দুটিতে তাকে অনুপস্থিত রেখেই দল ঘোষণা করেছে।
শাস্তি কমিয়ে বার্সেলোনার এই তারকাকে যে কোন মূল্যে দলে ফেরাতে চায় দেশটির ফুটবল বোর্ড। আর তাই কোর্ট অব অরবিটেশনের ফর স্পোর্টস (সিএএস) এর কাছে আপিল করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ওই ম্যাচে ফাউলের দায়ে অভিযুক্ত হলেও দলের অধিনায়ককে ছাড়া কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। তাই শাস্তি কমাতে সিএএস এর কাছে আবেদন করেছে সিবিএফ।
সিবিএফ`র দাবি, ‘নেইমার কোপা আমেরিকায় যে অপরাধ করেছেন তার শাস্তি সেই টুর্নামেন্টেই তার ভোগ করা উচিত।’
২০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু