স্পোর্টস ডেস্ক: অসন্ন বাংলাদেশ টেস্ট সিরিজের আগে ১৫ সদস্যের দলে রাখা হয়নি অস্ট্রেলিয়ার পেসার মিশেল জনসন ও জশ হেজেলউডকে। মূলত অ্যাশেজের পর তাদেরকে সাময়িক বিশ্রাম রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড। তাই সিরিজে মিশেল স্টার্কের সঙ্গে পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে বাংলাদেশে আসছেন পিটার সিডল।
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজে বেশিরভাগ সময়ই অব্যবহৃত ছিলেন অস্ট্রেলিয়ার এ পেসার। তবে শেষ ম্যাচে সুযোগ পেয়ে ৬ উইকেট তুলে নেন তিনি। আর তাই বাংলাদেশের বিপক্ষে ভালো কিছু করার আশা করছেন সিডল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিয়ে সম্প্রতি সিডনিতে কথা বলেন সিডল।
সিডল বলেন, ‘বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ওয়েদার অনেক পার্থক্য । অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমার খেলার বড় একটা অংশ হচ্ছে রিভার্স সুইং। আর বাংলাদেশে আমি যেটা করব সেটা হলো ধৈর্য্য, চাপ তৈরি করা এবং সঠিক জায়গায় বল করা।’
বাংলাদেশে না হলেও এই কন্ডিশনে (উপমহাদেশে) তার অভিজ্ঞতা সাহায্য করবে বলেও জানান তিনি।তথ্যসূত্র - ক্রিকেট .কম.এইউ
২০ সেপ্টেম্বর ২০১৫,এমটি নিউজ২৪/আরিফুর/রাজু