স্পোর্টস ডেস্ক : দাবি নিয়ে রাজপথে আন্দোলনে নেমে এবার খবরের শিরোনাম হলেন এক ক্রিকেটার। সরকারের কাছে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করতে দেখা যায় অনেককেই। সে যাত্রায় পাওয়া গেল এক ক্রিকেটারকে।
আন্দোলনকে বেগবান করার জন্য অর্থ ব্যয় করাও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অহেতুক কোনো বিষয় নয়। যুক্তি সম্মত দাবি নিয়েই কাজ করতে চান এই মাঠের নায়ক।
এই ক্রিকেটার হলেন রোহিত শর্মা। আফ্রিকার বন্যপ্রাণী সংরক্ষণ ও চোরাশিকার বিরোধী অভিযানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। হলিউড অভিনেতা ম্যাট লে ব্ল্যাঙ্ক এবং সালমা হায়েকও রয়েছেন এই রাজপথের আন্দোলনে।
বিরল প্রজাতির সাদা গণ্ডারসহ নানা প্রাণী রক্ষার জন্য এই আন্দোলন। পশু প্রাণী অধিকার রক্ষা সংগঠন (পেটা)র সঙ্গে যুক্ত হওয়া নিয়ে তিনি বলেন, এই অভিযান সম্পর্কে জানার পরে আমার আগ্রহের সৃষ্টি হন।
পরে নাইরোবীতে যান তিনি। সেখানে গিয়ে বেশ খুশি রোহিত। আন্দোলনের সাথে থাকার জন্য নানা অঙ্গিকার ব্যক্ত করেন তিনি।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর