স্পোর্টস ডেস্ক : ভারত ও বাংলাদেশের ৩ টি ওয়ানডে ম্যাচের ফলাফল প্রায় সমাগত। সিরিজ জয় করে ভারতের মাটিতে বাংলাদেশ গড়তে পারে অনবদ্য ইতিহাস।
বাংলাদেশ দেশের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জেতে। ভারতের মাটিতে এবার বিশেষ পরীক্ষা দিচ্ছে বাংলাদেশ। শেষ ম্যাচের নানা দিক হয়ে উঠেছে বেশ কঠিন।
কেননা ২৯৮ রানের টার্গেট মোটেই কম নয়। এই লক্ষ্য তাড়া করে জয় ছিনিয়ে আনতে পারলে বাংলাদেশ আরো একবার চমকে দিবে গোটা বিশ্বকে।
আর এ দলের অন্তরালে জাতীয় দলের লড়াই বলেই মূল কথা। ম্যাচের প্রথম দিকটা ছিল বাংলাদেশের দখলে। কিন্তু পরে জ্বলে ওঠায় সমীকরণটি কঠিন হয়ে পরে।
সুরেশ রায়েনার ১০৪ রানের সুবাধে বড় সংগ্রহ পায় বাংলাদেশ। এর পরে স্যামসন ৯০ রান করে এগিয়ে নেন। ধাওয়ান টর্নেডো ইনিংস খেললে ওই টার্গেট দাঁড়ায়।
রনি তালুকদারকে কোনো ম্যাচেই ভালো খেলতে দেখা যায় না। অন্যদিকে নিজেকে ভুলে গেছেন সৌম্য। এই সফরের মুমিনুল ও বিজয়ের কোনো ভালো ইনিংস নেই। এসব প্রতিভা শেষ দিনে জ্বলে উঠলে কঠিন যাত্রা পারি দেয়া সম্ভব।
নাসির ও লিটন দাস এর আগের দুই ম্যাচে ভালো খেলেছেন। তাদের কাছ থেকেও বড় প্রত্যাশা সবার।
২০ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর