শুক্রবার, ২৯ জুন, ২০১৮, ০৯:২২:৪৩

'ভামোস, ভামোস আর্জেন্টিনা' কথাটির অর্থ কী? জানলে বাংলাদেশি মেসি সমর্থকরাও বলবেন

 'ভামোস, ভামোস আর্জেন্টিনা' কথাটির অর্থ কী? জানলে বাংলাদেশি মেসি সমর্থকরাও বলবেন

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ উন্মাদনা প্রকাশের জন্য একেক দলের সমর্থকরা ব্যবহার করছের সেসব দেশের ভাষায় বিভিন্ন কাব্যিক ছন্দ। এসব ছন্দের অর্থ সেসব দেশের লোকেরা জানলেও আমাদের মত সমর্থকদের বেশি জানা নেই সেসব।

এবার আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থনের ট্যাগ লাইন হলো ‘ভামোস আর্জেন্টিনা’। তবে শুধু এ ভামোস আর্জেন্টিনা শব্দটিই নয়। আর্জেন্টিনায় বিশ্বকাপে দলকে প্রেরনা যোগাতে আরো ব্যবহৃত হচ্ছে তেমন কিছু শব্দ। আর এর অর্থ জানলে বাংলাদেশি মেসি সমর্থকরাও বলবেন।

চলুন দেখে নেই স্প্যানিস ভাষার সেসব বাক্য-
ভামোস, ভামোস আর্জেন্টিনা,
ভামোস, ভামোস আ গানার,
কুউএ এস্তা বাররা কুইলম্বেরা,
ন তে দেজা, ন তে দেজা দে আলেন্তার।

এই লাইনগুলো বাংলা অর্থ অনেকটা যেমন হয়-
চলো, চলো আর্জেন্টিনা শুরু করা যাক,
আমরা যাচ্ছি, আমরা জয় করতে যাচ্ছি,
এই কর্কশ সমর্থকদের জন্য,
থামাতে হবে না, এই হর্ষধ্বনি থামবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে