বুধবার, ০৯ জানুয়ারী, ২০১৯, ০৬:২৩:৫৪

প্রথম জয়ের ক্রেডিট যাকে দিলেন ওয়ার্নার

প্রথম জয়ের ক্রেডিট যাকে দিলেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক: চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ রানের ব্যবধানে জিতে এবারের আসরের প্রথম জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। আর এই জয়ের ক্রেডিট বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আফিফ হোসেনকেই দিলেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আফিফের ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন ওয়ার্নার। ২৮ বলে ৫ চার ও তিন ছয়ে ৪৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন আফিফ। দলকে ভালো অবস্থানে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। তবে তাকে শেষ পর্যন্ত খেলতে বলেছিলেন ওয়ার্নার। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ওয়ার্নারের নজর কেড়ে নিলেন আফিফ।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘আমি সবসময় চিন্তিত থাকবেন এমন শুরুর পর। কিন্তু ৬ রানে ৩ উইকেট হারিয়েও আমরা ব্যাট হাতে সেই দুশ্চিন্তা দূর করতে পেরেছি। বাজে শুরুর পর এমন স্কোর অনেক বেশি প্রেরণাদায়ক।’

তিনি আরো বলেন, ‘আমি আফিফকে বলেছি ২০ ওভার পর্যন্ত খেলতে, কিন্তু সে যেমন খেলতে পছন্দ করে সেরকমই খেলেছে এবং কৃতিত্ব সবটুকু ওর। এই টুর্নামেন্টে সে আমাদের জন্য ভালো খেলবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে