শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯, ০৯:৫৯:৩৪

‘এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান’

‘এবারের বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে দ্রুতগতির ডেলিভারি দেয়া একমাত্র বোলার শোয়েব আখতার। তো হঠাৎ করে কি এমন হলো যে আলোচনায় চলে আসলেন তিনি? আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মাটিতে শুরু হবে দ্বাদশ বিশ্বকাপের আসর। বাকি আর মাত্র ৪৯ দিন। কে হবে এ আসরের চ্যাম্পিয়ন তা নিয়ে ব্যস্ত সবাই। 

ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের পছন্দের দল ও দেশ নিয়ে করছেন বিশ্লেষণ। সবাই যখন নতুন চ্যাম্পিয়ন কে হবে তা নিয়ে ব্যস্ত তখন কিন্তু পাকিস্তানের সাবেক এ স্পিডস্টার শোয়েব আক্তার ব্যস্ত ফাইনালের সম্ভাব্য দুই দলের নাম নিয়ে।

অধিকাংশ বিশ্লেষকদের ধারণা বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আরও একধাপ এগিয়ে। তিনি জানালেন বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। তবে এ দুটি দলই তার পছন্দ নয়। সঙ্গে রেখেছেন স্বাগতিক দেশ ইংল্যান্ডকেও। কিন্তু তার নজরে নেই টুর্নামেন্টের হট ফেভারিট ভারত।

শোয়েবের ভাষ্য যদি সত্যি হয় তাহলে ২০ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অর্থাৎ ১৯৯৯ সালে এ দুটি দেশ শেষবার মুখোমুখি হয় বিশ্বকাপের ফাইনালের মঞ্চে। সেদিন স্টিভ ওয়াহর অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয় ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান। যে দলে ছিলেন শোয়েব আখতার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে