স্পোর্টস ডেস্ক : দীর্ঘ সাত বছর কোমায় থাকার পর মারা গেছেন শ্রীলঙ্কার সাবেক অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আংশু ফার্নান্দো। ২০১৮ সালে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৪ বছর।
২০১৮ সালের ২৮ ডিসেম্বর কলম্বোর মাউন্ট লাভিনিয়ায় অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন ফার্নান্দো। একটি অনিরাপদ রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সে সময় তার বয়স ছিল মাত্র ২৭ বছর। দুর্ঘটনার পর থেকেই তিনি কোমায় চলে যান এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
ডানহাতি ব্যাটার আংশু ফার্নান্দো ঘরোয়া ক্রিকেটে ছিলেন একজন সম্ভাবনাময় ক্রিকেটার। দুর্ঘটনার কয়েক সপ্তাহ আগেই রাগামা ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিন বোলিংয়েও উন্নতি করছিলেন এই ক্রিকেটার। সিনিয়র পর্যায়ে তার ক্যারিয়ারে ছিল মোট সাতটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।
নয় বছরের ঘরোয়া ক্রিকেট ক্যারিয়ারে ফার্নান্দো কোল্টস ক্রিকেট ক্লাব, পানাদুরা স্পোর্টস ক্লাব, চিলাও মারিয়ান্সসহ একাধিক ক্লাবের হয়ে খেলেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ধারাভাষ্যকার ও রাগামা ক্রিকেট ক্লাবের শীর্ষ কর্মকর্তা রোশন আবে সিংহে।
এক শোকবার্তায় তিনি বলেন, একটি নিষ্ঠুর দুর্ঘটনা একজন প্রতিভাবান তরুণের ক্যারিয়ার থামিয়ে দিয়েছে। সে ছিল ভদ্র, হাসিখুশি ও সবার প্রিয় একজন মানুষ। আমরা তাকে আজীবন মনে রাখব।
আংশু ফার্নান্দোর মৃত্যু শ্রীলঙ্কার ক্রিকেট অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে।