বুধবার, ১২ জুন, ২০১৯, ১২:২৮:০৯

আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না : রোডস

আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না : রোডস

স্পোর্টস ডেস্ক: আজ ১১ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। যার ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে।

আজকের ম্যাচ না হওয়ায় বেশ হতাশ হয়েছেন বাংলাদেশ দলের কোচ স্টিভ রোডস। রিজার্ভ ডে না রাখায় আয়োজকদের খোঁচা দিয়ে তিনি বলেন, ‘আমরা চাঁদে লোক পাঠাতে পারি, কেন রিজার্ভ ডে রাখতে পারি না, যখন টুর্নামেন্টটা এত লম্বা।’

তিনি আরো বলেন, ‘এই ম্যাচ থেকে ২ পয়েন্ট তুলে নেওয়ার লক্ষ্য ছিল আমাদের। কিন্তু আমরা ১ পয়েন্ট পেলাম, যা ভীষণ হতাশাজনক। যদিও জানি শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তাদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে আমরা আসলে আজ ১ পয়েন্ট হারিয়েছি।’

রোডস আরো বলেন, ‘আবহাওয়ার ওপরে তো কারও হাত নেই। আমাদেরও পেছনে তাকানোর উপায় নেই। আমাদের সামনের ম্যাচগুলোর দিকে তাকাতে হবে, পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে