সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ০৬:৩১:১৫

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সৌম্য সরকারের বাবা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত সৌম্য সরকারের বাবা

স্পোর্টস ডেস্ক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বাবা। আজই সৌম্যর বাবা অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকারের ডেঙ্গু ধরা পড়েছে।

ঢাকায় বেশ কিছু দিন থেকে ৭ আগস্ট সাতক্ষীরায় ফিরে গিয়েছিলেন কিশোরী মোহন। গতকাল রাত থেকে জ্বরের সঙ্গে শরীর ব্যথা শুরু হয় তার। আজ সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার পর তাঁর ডেঙ্গু ভাইরাস ধরা পড়ে। 

প্লাটিলেট কমে ১ লাখ ৩১ হাজারে এসে দাঁড়িয়েছে। সন্ধ্যায় চিকিৎসার জন্য সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে তার। তবে আপাতত শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন কিশোরী মোহন।

তিনি বলেন, ‘ঢাকার বাসায় ১০-১২ দিন থাকার পর সাতক্ষীরার বাড়িতে ফিরেছি ৭ আগস্ট। রোববার রাতে জ্বরের সঙ্গে শরীর ব্যথা করতে থাকে। আজ সকাল ১১টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে পরীক্ষার পর ডেঙ্গু ভাইরাস ধরা পড়েছে। প্লাটিলেট কাউন্টও একটু কমে ১ লাখ ৩১ হাজারে দাঁড়িয়েছে। ডাক্তাররা বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু ছেলেরা শুনতে চাচ্ছে না। সন্ধ্যার ফ্লাইটে যশোর থেকে ঢাকায় গিয়ে চিকিৎসা নেব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে